রেকর্ড রেটিং পয়েন্ট নিয়ে তামিমকে ছাড়িয়ে গেলেন লিটন
দারুণ ব্যাটিং ফর্মে রয়েছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে খেলেন ৮৮, ১৪১ ও ৫২ রানের দুরন্ত তিনটি ইনিংস। সেই দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারও মিলল র্যাঙ্কিংয়ে। তামিম ইকবালকে টপকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্টের মালিক বনে গেছেন লিটন। সুবাদে ক্যারিয়ার সেরা ১২তম স্থানে উঠে গেছেন তারকা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
লিটনের রেটিং পয়েন্ট এখন ৭২৪। বাংলাদেশের হয়ে এর চেয়ে বেশি রেটিং পয়েন্ট সংগ্রহ করতে পারেননি অন্য কেউ। ২০১৭ সালের আগস্টে তামিম পেয়েছিলেন ৭০৯ রেটিং পয়েন্ট।
লিটনের ফেলে যাওয়া ১৭তম স্থানে উঠে গেছেন মুশফিক। র্যাঙ্কিংয়ে এটিই তার ক্যারিয়ারসেরা অবস্থান। মিরপুরে ১৭৫ রানের দাপুটে এক ইনিংস খেলেন মুশফিক। এতে র্যাঙ্কিংয়ে আট ধাপ উন্নতি হয় তার। একই অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকলসও।
ক্যারিয়ারে প্রথমবারের মতো জোড়া ডাক মেরে তামিম নিচে নেমে গেছেন পাঁচ ধাপ। এখন ৩২তম স্থানে আছেন দেশসেরা এ ওপেনার। অবনতি হয়েছে মুমিনুল হকেরও। তিনি নেমে গেছেন ৬৪তম স্থানে। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি করলেও সাকিব আল হাসান রয়ে গেছেন ৪৩তম স্থানেই।