টেস্ট নেতৃত্বে থাকতে চান না মুমিনুল
টেস্ট নেতৃত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল হক। আজ সন্ধ্যায় বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর এমনটা জানিয়েছেন তিনি নিজেই। তবে মুমিনুলের এ সিদ্ধান্ত চূড়ান্ত নয়। ২ জুন বোর্ড মিটিং শেষে আসবে আসল সিদ্ধান্ত।
পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘আগামী ২ জুন বোর্ড মিটিংয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। মুমিনুলের জায়গায় নতুন কাউকে অধিনায়কের দায়িত্ব দেয়া হবে নাকি তাকেই রাখা হবে নেতৃত্বে, সেটি জানা যাবে বোর্ড সভা শেষে।’
বিসিবি যদি নেতৃত্ব থেকে মুমিনুলকে সরিয়ে দেয়। তাহলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে আসতে পারে নতুন অধিনায়ক। শোনা যাচ্ছে সেক্ষেত্রে টেস্ট নেতৃত্ব ফিরে পেতে পারেন সাকিব আল হাসান। যদিও মুমিনুলকে নেতৃত্বে রেখেই উইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে বিসিবি।
বিসিবি কোনো কারণে মুমিনুলের ওপর আস্থা রাখলে ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের সিরিজে তার অধিনায়কত্ব নিয়ে হবে কাটাছেঁড়া। মুমিনুলের অধিনায়কত্বের বিষয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে ক্যাপ্টেন হিসেবে তার পারফরম্যান্স বিবেচনায় নিবে বোর্ড।
সস্ত্রীক পাপনের গুলশানের বাসায় এসে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুমিনুল। যদিও মুমিনুল জানিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাকে নেতৃত্ব ছাড়ার কথা বলেননি।
আধাঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে মুমিনুল বলেন, ‘উনি (পাপন) বলেছেন, আমি আসলে জিনিসটা চাচ্ছি না। ব্যক্তিগতভাবে আসলেই চাচ্ছি না।' অভিমান থেকে এমন সিদ্ধান্ত কি না জানতে চাইলে মুমিনুল বলেন, ‘না, অভিমান থেকে না।’
নেতৃত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগী হতে চান মুমিনুল, ‘ওরকম কিছু না, আমি বলেছি শুধু যে অধিনায়ক হিসেবে আমি দলে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই মুহূর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিৎ। আমিতো বলে আসছি এখন উনারা কি সিদ্ধান্ত নেয় উনাদের ব্যাপার। আপাতত আমি চাচ্ছি ব্যাটিংয়ে মনযোগ দিতে, আমার জন্য ভালো। সামনে বোর্ড মিটিং আছে, ওখানে উনারা সিদ্ধান্ত নিবে।'
ব্যাটিং ফর্মটা হারিয়ে ফেলেছেন। ক্যারিয়ারের এমন বাজে সময়ে মুমিনুল মানছেন, এই মুহূর্তে দেশকে নেতৃত্ব দেয়া কঠিন, ‘কারও ভয়ে না। দেখেন যখন আপনি ভালো খেলবেন দল খারাপ করলেও মোটিভেট করতে পারবেন। আমিও ভালো খেলতে পারছি না দলও ভালো করছে না। এই সময়ে অধিনায়কত্ব করা খুবই কঠিন।’
সাকিবের নেতৃত্বে ফেরার বিষয়টি ঝুলিয়ে রাখলেন টিটু, ‘সাকিব একজন অভিজ্ঞ খেলোয়াড়। মুমিনুলের জায়গায় অভিজ্ঞ কাউকেই দেওয়া হবে এটাই তো সিদ্ধান্ত হবে। তবে সাকিব আজ দেশে চলে এসেছে মানে ওকেই চূড়ান্ত করা হবে তা না। হতেও পারে, আবার নাও হতে পারে। এটা আসলে আনুষ্ঠানিকভাবে বলা যায় না। আমরা অনেক কিছু দেখে ধারণা করে নিই। সেই হিসেবে এটা মনে হচ্ছে। আসলেই তা কিনা ২ তারিখ জানা যাবে।’
গত ২৭ মে শ্রীলঙ্কা সিরিজ শেষে মেডিক্যাল চেকআপের জন্য সিঙ্গাপুরে যান সাকিব। সেখান থেকে তার যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে। সেখান থেকে উইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল বিশ্বসেরা এ অলরাউন্ডারের। সে অনুযায়ী ফ্লাইটের টিকিট কাটা ছিল। কিন্তু আজ মঙ্গলবার হঠাৎ করেই দেশে ফিরেছেন সাকিব। বোর্ডের সূত্র বলছে, নতুন অধিনায়কের ভাবনায় বেশ ভালোভাবেই আছেন তারকা এ স্পিনার। সে জন্যই নাকি আজ ফিরেছেন এ ক্রিকেট মহাতারকা।