আইপিএলের শিরোপা জিতল গুজরাট
প্রথমবারের মতো আইপিএলে খেলল গুজরাট টাইটানস। আর অভিষেক আসরেই বাজিমাত করল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা ছিনিয়ে নিল ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার দল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে সিরিজসেরা জস বাটলারের ব্যাটিংয়ের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানের পুঁজি গড়ে রাজস্থান রয়্যালস। ইংলিশ ওপেনার বাটলারের ব্যাট থেকে আসে ৩৯ রান। আরেক ওপেনার ইয়াশভি জয়সাল করেন ২২ রান।
ম্যাচসেরা হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ রান। দুটি উইকেট নেন সাই কিশোর।
জবাবে শাবম্যান গিল, হার্দিক পান্ডিয়া ও ডেভিড মিলারের ব্যাটের হাসিতে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। ৩৫ রানের হার না মানা দুরন্ত এক ইনিংস খেলেন শাবম্যান গিল। বোলিংয়ের পর ব্যাটিংয়েও নৈপুণ্য দেখিয়ে ৩৪ রান করেন হার্দিক। ৩২ রান করে দলের জয়ের সঙ্গে শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়েন ডেভিড মিলার।