আচরণবিধি ভঙ্গের দায়ে তাইজুলের শাস্তি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম

অতি উৎসাহী হওয়ার খেসারত দিতে হলো তাইজুল ইসলামকে। আচরণবিধি ভাঙার অভিযোগে শাস্তি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই স্পিনার।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার চলমান ঢাকা টেস্টের তৃতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে অযথা বল ছুঁড়ে মারায় বাংলাদেশের বাঁহাতি স্পিনারকে জরিমানা করেছে আইসিসি।

বিজ্ঞাপন

আইসিসি আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয় তাকে। এই ধারায় আছে, কোনো আন্তর্জাতিক ম্যাচ চলার সময় কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল ছুঁড়ে মারা। এই দায়ে ম্যাচ ফির শতকরা ২৫ ভাগ জরিমানা করা হয় তাইজুলকে। একইসঙ্গে তার নামের পাশে যোগ করা হয় একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাস সময়ের মধ্যে তাইজুলের প্রথম ডিমেরিট পয়েন্ট এটিই।