স্ত্রীর পোস্টে বিদায়ের ইঙ্গিত, মুশফিকের না

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

টি-টোয়েন্টিতে আর খেলতে চান না তামিম ইকবাল। ক্রিকেটের এই ছোট্ট সংস্করণ থেকে ছয় মাসের ছুটি নিয়েছেন দেশসেরা এ ওপেনার। তামিমের মতো টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তটা মুশফিককে জানানোর ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

স্বামীর সেঞ্চুরি আর পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়ার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মুশফিকের অবসরের ইঙ্গিত দেন স্ত্রী জান্নাতুল মন্ডি। সঙ্গে বিসিবি সভাপতির মন্তব্যকে খোঁচা দিয়ে মুশফিক পত্নী লেখেন, 'আমরা হাসিমুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো!’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রশ্নটা তুলতেই মুশফিক জানালেন এখনই বিদায় নেয়ার কোনো ভাবনা নেই তার, ‘না ভাই, আমার এমন কোনো ভাবনা নেই, আমার ইচ্ছে বাংলাদেশের হয়ে যতটুকু ম্যাচ খেলার আমার কাছে সুযোগ আসবে, এবং আমাকে তারা যেভাবে চাইবে, আমি চেষ্টা করে যাব আমার ফিটনেস আর পারফরম্যান্স দিয়ে সেই সুযোগ ধরে রাখার।’

এর আগে সম্প্রতি মুশফিককে ইঙ্গিত করে পাপন বলেছিলেন, ‘রিয়াদ টেস্ট থেকে সরে এসেছে। তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, আমি নিশ্চিত ওর সিদ্ধান্তও জানা যাবে। ও নিশ্চয়ই চিন্তাভাবনা করছে। আমরা চাই না আমাদের খেলোয়াড়রা মন খারাপ করুক। তারা হাসিমুখে খেলুক। নিজেরা সিদ্ধান্ত নিক। যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততো ভালো। যদি সিদ্ধান্ত না নেয় তো একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।’

বিজ্ঞাপন