পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগার ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটাররা

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ার মাটিতে একটি প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। 

সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার চট্টগ্রামে ত্রিদেশীয় সিরিজ নিয়ে বিসিবি'র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন আমাদের কতগুলো টি-টোয়ান্টি ম্যাচ আছে। ১৬ টার বেশি আমরা ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি, আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি যে ওখানে (অস্ট্রেলিয়া) যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশীয় সিরিজ আমরা খেলব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে।’

ত্রিদেশীয় টুর্নামেন্টে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের থাকার সম্ভাবনা রয়েছে। সিরিজের প্রতিপক্ষ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘ক্যাম্পে সাত-আটদিন আমরা অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ডে। হয়তো ক্রাইস্টচার্চে হবে। ওখানে একটা ত্রিদেশীয় সিরিজ হবে। এখনো ফাইনাল হয়নি, তবে মোস্ট প্রোব্যাবলি পাকিস্তান হবে।’

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কম করে হলেও চারটি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে উঠলে ম্যাচের সংখ্যাটা বেড়ে দাঁড়াবে পাঁচে। থাকবে প্রস্তুতি ম্যাচও। জালাল ইউনুস জানান, ‘মিনিমাম ৪টা ম্যাচ হবে ওখানে। তার আগে আমরা অনুশীলন ম্যাচ খেলব। রেডব্যাকের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলব। রেডব্যাক ওদের বিগ ব্যাশের টিম।’