ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নাঈমের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাঈম হাসান

নাঈম হাসান

দীর্ঘ ১৫ মাস ধরে দলের বাইরে ছিলেন। মেহেদী হাসান মিরাজ চোট নিয়ে ছিটকে গেলে ফেরার পথ পেয়ে যান নাঈম। ফিরেই অফ স্পিনার দেখালেন ঘূর্ণি জাদু। 

রাঙালেন প্রত্যাবর্তনের ম্যাচ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নেয়ার কীর্তি গড়লেন এ স্পিনার। ৩০ ওভার বল করে ১০৫ রান সংগ্রহ করেছেন নাঈম।

বিজ্ঞাপন

চট্টগ্রামের ছেলে নাঈম আগের টেস্টটি খেলেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে। এরপিই চলে যান দলের বাইরে। ইনজুরি আর ফর্মহীনতার কারণে দলে জায়গা ধরে রাখতে পারেননি। ৬ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন এখনো দেয়ার আছে অনেক।

অথচ সাড়ে তিন বছরের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৭ টেস্ট। গলায় ঝুলে গেছে টেস্ট ক্রিকেটারের লেভেল। অনেকে তো ক্রিকেট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন।

বিজ্ঞাপন

১৭ বছর বয়সে অভিষেক হয় নাঈম হাসানের। ২০১৮ সালে ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলেন নাঈম। টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ৫ উইকেট শিকারের রেকর্ডটি এখনো নাঈমেরই দখলে।