এখনো ৩২১ রানে পিছিয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহমুদুল হাসান জয়

মাহমুদুল হাসান জয়

বল হাতে দাপট দেখানোর পর ব্যাটিংয়ে দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন টাইগাররা। সফরকারী শ্রীলঙ্কানদের সংগ্রহটা বিশাল হলেও সমান তালে জবাব দিয়ে যাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাট হাতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

অসাধারণ ব্যাটিংয়ে ৩৫* রানে অপরাজিত রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার ওপেনিং পার্টনার মাহমুদুল হাসান জয় ৩১* রানে ব্যাটিং করে যাচ্ছেন। স্বাগতিকরা এখনো ৩২১ রানে পিছিয়ে।

বিজ্ঞাপন

দাপুটে ব্যাটিং করলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দিয়েছিলেন ডাবল সেঞ্চুরির আভাস। তবে দ্বিশতক মিস করেছেন। তার সঙ্গে ফিফটি হাঁকালেন দিনেশ চান্দিমাল। দুজনের ব্যাটিং ঝলকে রানের পাহাড় গড়ল শ্রীলঙ্কা। সবকটি উইকেট হারিয়ে ৩৯৭ রান সংগ্রহ করেছে অতিথিরা। যদিও ক্যারিয়ার সেরা বোলিংয়ে নাঈম একাই পেয়েছেন ৬ উইকেট।