ম্যাথুসের ডাবল সেঞ্চুরি মিস, শ্রীলঙ্কার সংগ্রহ ৩৯৭

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাঈম হাসান

নাঈম হাসান

দাপুটে ব্যাটিং করলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দিয়েছিলেন ডাবল সেঞ্চুরির আভাস। তবে দ্বিশতক মিস করেছেন। তার সঙ্গে ফিফটি হাঁকালেন দিনেশ চান্দিমাল। দুজনের ব্যাটিং ঝলকে রানের পাহাড় গড়ল শ্রীলঙ্কা। সবকটি উইকেট হারিয়ে ৩৯৭ রান সংগ্রহ করেছে অতিথিরা। যদিও ক্যারিয়ার সেরা বোলিংয়ে নাঈম একাই পেয়েছেন ৬ উইকেট।

ম্যাথুস খেললেন ১৯৯ রানের চমৎকার ধৈর্যশীল এক ক্রিকেটীয় ইনিংস। চান্দিমালের ব্যাট থেকে এসেছে ৬৬ রানের দারুণ এক ইনিংস।

বিজ্ঞাপন

ডাবল সেঞ্চুরির খুব কাছেই চলে গিয়েছিলেন ম্যাথুস। কিন্তু হাত ছোঁয়া দূর থেকে লঙ্কান এ তারকা অলরাউন্ডারকে দ্বিশতক থেকে বঞ্চিত করেন স্পিন জাদু ছড়িয়ে দেয়া নাঈম হাসান। ৩৯৭ বলে ১৯ বাউন্ডারি ও এক ছক্কায় ১৯৯ রানে সন্তুষ্ট থাকতে হয় তাকে। নিশ্চিত এক রানের আক্ষেপ অনেকদিন পুড়িয়ে যাবে ম্যাথুসকে।

আর চান্দিমাল ৬৬ রানের ইনিংসটি সাজিয়ে ছিলেন ১৪৮ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে। পঞ্চম উইকেটে ম্যাথুস-চান্দিমালের ২৮৭ বলে ১৩৬ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ। তবে ৮৪ বলে ৩ বাউন্ডারিতে ১৭ রান সংগ্রহ করে অপরাজিত থেকে যান বিশ্ব ফার্নান্দো।

বিজ্ঞাপন

বাংলাদেশের জার্সি গায়ে ৬ উইকেট নিয়ে শিকার করেছেন নাঈম হাসান। ৩০ ওভারে অবশ্য খরচ করেছেন তিনি ১০৫ রান। তার সঙ্গে সাকিব আল হাসান পেয়েছেন ৩ উইকেট। বাকি উইকেটটি নেন তাইজুল ইসলাম। 

তার আগে ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ম্যাথুস ১১৪ প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে তার ব্যক্তিগত ইনিংসে যোগ হয়েছে ৮৫ রান। চান্দিমাল আগের দিনের ৩৪ রানের ইনিংসের সঙ্গে যোগ করেন ৩২ রান।