টিভির পর্দায় আইপিএলের লড়াই
ক্রিকেট
আইপিএল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস
সরাসরি, রাত ৮ টা
স্টার স্পোর্টস ওয়ান, গাজী টিভি, টি স্পোর্টস
সাইক্লিং
ওয়ার্ল্ড টুর
সরাসরি, সন্ধ্যা ৬টা
ইউরোস্পোর্ট
ক্রিকেট
আইপিএল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস
সরাসরি, রাত ৮ টা
স্টার স্পোর্টস ওয়ান, গাজী টিভি, টি স্পোর্টস
সাইক্লিং
ওয়ার্ল্ড টুর
সরাসরি, সন্ধ্যা ৬টা
ইউরোস্পোর্ট
হোয়াইটওয়াশ এড়াতে ভারত র্যাঙ্ক টার্নারের ফরমায়েশ দিয়ে রেখেছিল শেষ টেস্টের ভেন্যু ওয়াংখেড়ের কর্তৃপক্ষকে। ম্যাচে কী হবে, তা অনুমিতই ছিল।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের শেষ টেস্টে হচ্ছেও তাই। শুরুতে ব্যাট করা নিউজিল্যান্ড অলআউট ২৩৫ রান তুলতেই। ৯ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন স্পিনাররা।
স্পিন রাজ্যে অবশ্য শুরুটা করে দিয়েছিলেন এক পেসার। আকাশ দীপ ফিরিয়ে দিয়েছিলেন ডেভন কনওয়েকে।
এরপরই স্পিনাররা চলে আসেন দৃশ্যপটে। ওয়াশিংটন সুন্দর একে একে ফেরান টম ল্যাথাম ও রাচিন রবীন্দ্রকে।
চতুর্থ উইকেটে নিউজিল্যান্ড প্রতিরোধ গড়ে তোলে উইল ইয়াং ও ড্যারিল মিচেলের ব্যাটে চড়ে। দুজনই ফিফটি করেন। শেষমেশ ইয়াংকে ফিরিয়ে ৮৭ রানের জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।
এরপর আর বড় জুটি পায়নি নিউজিল্যান্ড। পরের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে শামিল হয়েছেন। এক পাশে দাঁড়িয়ে তা দেখে পাল্টা আক্রমণ করার চেষ্টা করেছেন মিচেল। তিনি শেষমেশ থামেন ৮২ রানে।
জাদেজা ৫ উইকেট তুলে নেন ৬৫ রান খরচায়। আগের টেস্টে ১৩ উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর ৮১ রানে তুলে নেন ৪ উইকেট। দুজনের তোপের মুখে নিউজিল্যান্ড ২৩৫ রানে গুটিয়ে যায়।
হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ওমানকে ৩৪ রানে হারিয়েছে দলটা। ১২ বলে ফিফটি করে তাতে বড় অবদান রেখেছেন জিসান আলম ও সাইফউদ্দিন।
আজ শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১৪৭ রান। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে জিসান আলম ও ইয়াসির আলী ঝোড়ো শুরু এনে দেন বাংলাদেশকে।
৮ ছক্কা ও ১ চারে ১২ বলে ফিফটি করেছেন জিসান আলম। ৫৫ রান করে খেলার নিয়মানুযায়ী রিটায়ার্ড হার্ট হন তিনি। এরপর সাইফউদ্দিন ৭ ছক্কা ও ৩ চারে ফিফটি তুলে নেন ১২ বলে। তিনিও ৫৫ রানে রিটায়ার্ড হার্ট হন।
শেষ পর্যন্ত ২৬ রানে অপরাজিত ছিলেন ইয়াসির, তার সঙ্গী আবু হায়দার রনিও ৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ ১৪৭ রানের পাহাড় গড়ে।
জবাবে ওমান ১১৩ রানেই ইনিংস শেষ করে। জিসান আলম ২ উইকেট তুলে নেন। এছাড়াও সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার রনি একটি করে উইকেট তুলে নেন।
টুর্নামেন্টে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আজ বাংলাদেশ সময় ২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
টানা দ্বিতীয় বারের মতো সাফ জিতেছে বাংলাদেশ, খবরটা পুরোনো হয়ে গেছে। গত বুধবার রাতে সাফ জয়ের পর সাবিনা খাতুনের দল বাংলাদেশে ফিরেছে, পেয়েছে ছাদখোলা বাসে গণঅভ্যর্থনা।
এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১ কোটি টাকা পুরস্কারের চেক তুলে দিয়েছেন ফুটবলারদের হাতে। বিসিবিও ঘোষণা দিয়েছে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কারের। এ সবকিছুই ঘটেছে শেষ দুই দিনে।
তবে এত কিছুর ভিড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো বোনাস বা পুরস্কারের ঘোষণা আসেনি সাফজয়ী নারী ফুটবলারদের জন্য। তবে বাফুফের নব নির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, শিগগিরই আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা।
বাফুফে ভবনে তিনি সাংবাদিকদের জানান এ কথা। তিনি বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়েছেন। আমরাও আমাদের পক্ষ থেকে নারী ফুটবল দলকে পুরস্কৃত করব।
কেমন পুরস্কার হতে পারে তা? সে বিষয়টা এখনও খোলাসা করে বলছেন না ইমরুল, ‘পুরস্কারের অংকটা এখনই আমি বলতে চাচ্ছি না। তবে এটা বলতে পারি আমরা আকর্ষণীয় পুরস্কারের ঘোষণাই দেব। মেয়েরা হতাশ হবে না।’
কবে আসতে পারে সে ঘোষণা, সে বিষয়েও একটা ইঙ্গিত দিয়ে রাখলেন বাফুফের নব নির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি। বললেন, ‘মাত্রই নতুন কমিটি দায়িত্বে এসেছে আগামী ৯ তারিখ আমাদের নির্বাহি কমিটির প্রথম সভা রয়েছে। সভা শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তখনই ঘোষণা দেওয়া হবে।’
আইপিএলের নিলামের আরও সময় বাকি আছে। তবে এর আগে দলগুলোর কাজের একটা ধাপ শেষ হলো কাল। গেল আসরের স্কোয়াড থেকে খেলোয়াড় ধরে রাখার কাজটা সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
কোন দল কাকে ধরে রাখল, তা এক নজরে দেখে নেওয়া যাক–
মুম্বাই ইন্ডিয়ান্স
ধরে রেখেছে– ৫ খেলোয়াড়কে– যশপ্রীত বুমরাহ (১৮ কোটি রুপি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি রুপি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি রুপি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি রুপি), তিলক ভার্মা (৮ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৪৫ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ১টি
আরটিএমের যোগ্য খেলোয়াড়– অনভিষিক্ত ১ জন
ছেড়ে দেওয়া বড় নাম– ঈশান কিষাণ, টিম ডেভিড
সানরাইজার্স হায়দরাবাদ
ধরে রেখেছে– ৫ খেলোয়াড়কে– হাইনরিখ ক্লাসেন (২৩ কোটি রুপি), প্যাট কামিন্স (১৮ কোটি রুপি), অভিষেক শর্মা (১৪ কোটি রুপি), ট্র্যাভিস হেড (১৪ কোটি রুপি), নিতিশ কুমার রেড্ডি (৬ কোটি রুপি).
নিলামের জন্য বাকি– ৪৫ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ১টি
আরটিএমের যোগ্য খেলোয়াড়– অনভিষিক্ত ১ জন
ছেড়ে দেওয়া বড় নাম– ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার
চেন্নাই সুপার কিংস
ধরে রেখেছে– ৫ খেলোয়াড়কে– রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি রুপি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি রুপি), মাথিসা পাথিরানা (১৩ কোটি রুপি), শিভম দুবে (১২ কোটি রুপি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৫৫ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ১টি
আরটিএমের যোগ্য খেলোয়াড়– অভিষিক্ত/অনভিষিক্ত ১ জন
ছেড়ে দেওয়া বড় নাম– ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, দীপক চাহার, শার্দূল ঠাকুর, মাহেশ থিকসানা, তুষার দেশপান্ডে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ধরে রেখেছে– ৩ খেলোয়াড়কে– বিরাট কোহলি (২১ কোটি রুপি), রজত পতিদার (১১ কোটি রুপি), যশ দয়াল (৫ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৮৩ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ৩টি
আরটিএমের যোগ্য খেলোয়াড়– অভিষিক্ত ২ ও অনভিষিক্ত ১ জন অথবা অভিষিক্ত ৩ জন।
ছেড়ে দেওয়া বড় নাম– গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ, ফাফ ডু প্লেসি, ক্যামেরন গ্রিন
দিল্লি ক্যাপিটালস
ধরে রেখেছে– ৩ খেলোয়াড়কে– অক্ষর পাটেল (১৬.৫০ কোটি রুপি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি রুপি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি রুপি), অভিষেক পোরেল (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৭৩ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ২টি
আরটিএমের যোগ্য খেলোয়াড়– অভিষিক্ত ১ ও অনভিষিক্ত ১ জন অথবা অভিষিক্ত ২ জন
ছেড়ে দেওয়া বড় নাম– ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, আনরিখ নরকিয়া
কলকাতা নাইট রাইডার্স
ধরে রেখেছে– ৬ খেলোয়াড়কে– রিংকু সিং (১৩ কোটি রুপি), বরুণ চক্রবর্তী (১২ কোটি রুপি), সুনীল নারাইন (১২ কোটি রুপি), আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি), হারশিত রানা (৪ কোটি রুপি), রমনদীপ সিং (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৫১ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– নেই
আরটিএমের যোগ্য খেলোয়াড়– নেই
ছেড়ে দেওয়া বড় নাম– শ্রেয়াস আইয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, নিতিশ রানা
রাজস্থান রয়্যালস
ধরে রেখেছে– ৬ খেলোয়াড়কে– সাঞ্জু স্যামসন (১৮ কোটি রুপি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি রুপি), রিয়ান পরাগ (১৪ কোটি রুপি), ধ্রুব জুরেল (১৪ কোটি রুপি), শিমরন হেটমায়ার (১১ কোটি রুপি), সন্দ্বীপ শর্মা (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৪১ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– নেই
আরটিএমের যোগ্য খেলোয়াড়– নেই
ছেড়ে দেওয়া বড় নাম– যুজবেন্দ্র চাহাল, জস বাটলার, রবিচন্দ্রন অশ্বিন
গুজরাট টাইটান্স
ধরে রেখেছে– ৫ খেলোয়াড়কে– রশিদ খান (১৮ কোটি রুপি), শুবমান গিল (১৬.৫ কোটি রুপি), সাই সুদর্শন (৮.৫ কোটি রুপি), রাহুল তেওয়াটিয়া (৪ কোটি রুপি), শাহরুখ খান (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৬৯ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ১
আরটিএমের যোগ্য খেলোয়াড়– ১ অভিষিক্ত খেলোয়াড়
ছেড়ে দেওয়া বড় নাম– মোহাম্মদ শামি, ডেভিড মিলার
লখনৌ সুপার জায়ান্টস
ধরে রেখেছে– ৫ খেলোয়াড়কে– নিকলাস পুরান (২১ কোটি রুপি), রবি বিষ্ণোই (১১ কোটি রুপি), মায়াঙ্ক যাদব (১১ কোটি রুপি), মহসিন খান (৪ কোটি রুপি), আয়ুশ বাদোনি (৪ কোটি রুপি)
নিলামের জন্য বাকি– ৬৯ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ১
আরটিএমের যোগ্য খেলোয়াড়– ১ অভিষিক্ত খেলোয়াড়
ছেড়ে দেওয়া বড় নাম– লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিস, কুইন্টন ডি কক, ক্রুনাল পান্ডিয়া
পাঞ্জাব কিংস
ধরে রেখেছে– ২ খেলোয়াড়কে– শশাঙ্ক সিং (৫.৫ কোটি রুপি), প্রাভসিমরান সিং (৪ কোটি রুপি).
নিলামের জন্য বাকি– ১১০.৫ কোটি রুপি (১২০ কোটি থেকে)
নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) সুযোগ বাকি– ৪
আরটিএমের যোগ্য খেলোয়াড়– ৪ অভিষিক্ত খেলোয়াড়
ছেড়ে দেওয়া বড় নাম– হার্শাল পাটেল, আরশদীপ সিং, স্যাম কারান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদা