সাকিবকে নিয়ে ধোঁয়াশা কাটছে না পাপনের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান  ও নাজমুল হাসান পাপন

সাকিব আল হাসান ও নাজমুল হাসান পাপন

সাকিব আল হাসান কোন সংস্করণে খেলতে চান। আর কোন সংস্করণে খেলতে চান না। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জানে না। বিশ্বসেরা এ অলরাউন্ডারের খেলা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।

সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘অলরেডি তো রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, তবে ওর চিন্তা-ভাবনাও জানা যাবে। আর আছে সাকিব… সাকিবের ব্যাপারটা আবার এদের কারও সঙ্গে মেলে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন। সব সংস্করণে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন।’

বিজ্ঞাপন

সাকিবকে ধোঁয়াশার মধ্যে রয়েছেন পাপন, ‘আমরা আসলে নিজেরাই জানি না, ও কোনটা খেলবে কোনটা খেলবে না। ওর সাথে আমি যখন কথা বলি, তখন মনে হয় ও সবগুলোই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই।’

বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটারদের মানসিক সামর্থ্য নিয়ে কোচিং প্যানেলের সদস্যরা বিসিবি সভাপতিকে জানিয়েছেন, টানা দুই টেস্ট খেলার মতো মানসিক শক্তি নেই ক্রিকেটারদের। সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘একটা জিনিস ওরা মনে করে, ১০ দিন খেলার মাইন্ডসেটটাই নেই। টানা ১০ দিন যে খেলতে হবে এই মাইন্ডসেটটা অনেক খেলোয়াড়ের নাই। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

দলের প্রয়াজন হলে মুস্তাফিজকেও টেস্টে পাওয়া যাবে, এটা নিয়ে কোনো সংশয় নেই নাজমুল হাসানের, ‘ওকে (মুস্তাফিজকে) এমনিতেও তো টেস্টে নেয় না। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দিয়েছে ও (চুক্তিতে সই করেছেন), তাতে করে বোঝা যাচ্ছে আসলে টেস্টের প্রতি ওরও আগ্রহ ওরকম নাই। এটা বাস্তবতা। এটা আমরা জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এমন অবস্থা হয়, আমাদের কাছে এখন কোনো ফাস্ট বোলার নাই এবং আমাদের একটা ফাস্ট বোলার দরকার, তখন দেশের স্বার্থে খেলবে না? অবশ্যই খেলবে। এখানে তো কোনো আলাপ আলোচনারই বিষয় নাই।’