নারী আইপিএলে খেলতে যাচ্ছেন সালমা খাতুন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সালমা খাতুন

সালমা খাতুন

নারী আইপিএলের এবারের আসরে ডাক পেয়েছেন সালমা খাতুন। টুর্নামেন্টে খেলার জন্য এরইমধ্যে ছাড়পত্রও পেয়েছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। তবে সালমার দল এখনো চূড়ান্ত হয়নি। তবে আগের বারের মতো এবারও ট্রেইলব্লেজার্সের হয়ে খেলতে পারেন এ স্পিনিং অলরাউন্ডার।

আইপিএলে নিজের খেলা নিয়ে সালমা বলেন, ‘আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। তবে আমি এখনো ঢাকায় না ফেরায় নিশ্চিত না। শুনেছি, এবার বাংলাদেশ থেকে আমি একাই ডাক পেয়েছি। সব ঠিক থাকলে ১৫ বা ১৬ তারিখ দেশ ছাড়ব। দল এখনো নিশ্চিত না, তবে আগের টিমেই হওয়ার সম্ভাবনা বেশি।’

বিজ্ঞাপন

এর আগে সালমার সঙ্গে নারী আইপিএলে খেলেছেন দেশের তারকা অলরাউন্ডার জাহানারা আলমও। তবে এবার সালমা একাই পেয়েছেন এই সুযোগ। 

আগামী ২৩ মে নারী আইপিএলের এবারের আসরের পর্দা উঠার কথা রয়েছে। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৮ মে। এবার এ আসর বসবে ভারতের পুনে এমসিএ স্টেডিয়ামে।

বিজ্ঞাপন