সাকিবের ঝড়ো ফিফটি, সাব্বিরের সেঞ্চুরি মিস

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান (ডানে) ও সাব্বির রহমান (মাঝে)

সাকিব আল হাসান (ডানে) ও সাব্বির রহমান (মাঝে)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এ ক্রিকেট সুপারস্টার। ব্যাটিংয়ে ঝড় তুলে মাত্র ২১ বলে দুরন্ত এক ফিফটি হাঁকিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

রূপগঞ্জের জার্সিতে আগের দুই ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছিল মাত্র ২১ ও ৮ রান। তৃতীয় ম্যাচে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালালেন আগ্রাসী রূপ নেয়া সাকিব। তাণ্ডব চালালেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের ওপর। 

বিজ্ঞাপন

২৬ বলে খেলেন ৫৯ রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস। এতে রয়েছে ৬টি চার আর ৩ ছক্কার মার। লিস্ট 'এ' ক্যারিয়ারে এটি সাকিবের ৫৯তম ফিফটি।  

হাতের ব্যাট হাসিয়েছেন সাব্বির রহমানও। তবে আভাস দিয়েও জাদুকরী তিন অঙ্ক ছুঁতে পারেননি তিনি। ১০ রানের আক্ষেপের আগুন পুড়িয়ে যাচ্ছে তাকে। 

বিজ্ঞাপন

৯০ রানের চমৎকার এক ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। সাব্বির ৮৩ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ৩ ছক্কায়।

এছাড়া রকিবুল হাসানের ৪৭ রানের সঙ্গে নাঈম ইসলাম যোগ করেন ৪২ রান। তাদের ব্যাটিং নৈপুণ্যের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে রূপগঞ্জ।