মুশফিক-মিরাজের চোট নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ
সামনে শ্রীলঙ্কা সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশকে। তারকা পেসার তাসকিন আহমেদ চোট নিয়ে আগেই ছিটকে গেছেন। এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। ইনজুরিতে থাকা ক্রিকেটারদের মিছিলে এবার যোগ দিয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
আজ রোববার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার সময় চোট পেয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও মিরাজ। শ্রীলঙ্কা সিরিজের আগে তাই টাইগাররা পড়েছে চিন্তায়।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুশফিক। শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।
মুশফিকের ইনজুরি নিয়ে শেখ জামালের ম্যানেজার মোহাম্মদ রফিক বলেন, ‘মুশফিকের পায়ে আপাতত বরফ দেওয়া হচ্ছে, ঢাকায় ফিরলে বোঝা যাবে আসলে কী হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনই বলা মুশকিল। যদি ফ্যাকচার না হয় তবে খুব একটা সমস্যা হবে না। বোর্ডের ডাক্তাররা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’
অন্যদিকে ইনিংসের তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠা আঙুল কেটে যায় মিরাজের। মাঠে লুটিয়ে পড়েন তারকা এ অলরাউন্ডার। দ্রুত ড্রেসিং রুমে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে পাশ্ববর্তী শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
মিরাজের চোট নিয়ে রফিক বলেন, ‘একটু ফেটে গেছে আর আঙুলের হাড় ডিসপ্লেস হয়ে গেছে। এখন হাসাপাতলে নেওয়া হয়েছে। পরীক্ষার ফল পেলে বোঝা যাবে।’