আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে পোলার্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাইরন পোলার্ড

কাইরন পোলার্ড

কম তো নয়। দীর্ঘ ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়ে বেড়িয়েছেন কাইরন পোলার্ড। অবশেষে থামলেন তিনি। বর্ণিল ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন এ ক্রিকেট গ্রেট। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের খবরটি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এ তারকা অলরাউন্ডার।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তায় অবসর নিয়ে পোলার্ড বলেন, ‘সতর্কভাবে বিবেচনা করার পরে আমি আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি যখন ১০ বছর বয়সী কিশোর, তখন থেকেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চেয়েছিলাম, এটাই আমার স্বপ্ন ছিল। ১৫ বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পেরে আমি বেশ গর্বিত।’

বিজ্ঞাপন

অবসর নিলেও অভিষেক ম্যাচের স্মৃতি এখনও জ্বলজ্বলে পোলার্ডের হৃদয়ে, ‘আমার শৈশবের নায়ক, ব্রায়ান লারার নেতৃত্বে ২০০৭ সালে আমার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। সে স্মৃতি আমি এখনও খুব ভালোভাবেই মনে করতে পারি। সেই মেরুন রঙা জার্সিটা পরা, এমন কিংবদন্তিদের সঙ্গে খেলাটা একটা বিশেষ অধিকার যা আমি কখনই হালকাভাবে নিইনি, সেটা হোক ব্যাটিংয়ের ক্ষেত্রে, কিংবা বোলিং-ফিল্ডিংয়ের ক্ষেত্রে।’

এখন পরিবারকে বেশি সময় দিতে চান পোলার্ড। এ কারণেই অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

বিজ্ঞাপন

দেশের হয়ে না খেললেও সব ধরনের ক্রিকেটকে এখনই না বলছেন না পোলার্ড। আইপিএলসহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাবেন নিয়মিত।