অস্ট্রেলিয়ার নতুন ক্রিকেট গুরু ম্যাকডোনাল্ড
জাস্টিন ল্যাঙ্গার দায়িত্ব ছাড়ার পর থেকেই অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদটা শূন্য পড়েছিল। যে কারণে ফেব্রুয়ারি থেকে কোচ খুঁজে বেড়াচ্ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কোচ হওয়ার দৌড়ে ছিলেন ক্রিকেট লিজেন্ড রিকি পন্টিং। ম্যাথু মট ও সাবেক ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসের নামও শোনা যাচ্ছিল। তবে তাদের পিছনে ফেলে হেড কোচের দায়িত্ব পেলেন সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
কোচ হওয়ার দৌড়ে সাবেক এ অজি অলরাউন্ডার জিতেছেন ঠিকই। তবে এক্ষেত্রে তারকা খ্যাতি বিবেচনায় নেয়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তারা। দলের আড়াই বছরের সফল সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন তারা।
চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ম্যাকডোনাল্ড। ৪০ বছরের এ ক্রিকেট গুরু তিন সংস্করণেই অজি ক্রিকেটারদের দায়িত্ব সামলাবেন। গত দুই মাসে ভারপ্রাপ্ত কোচ হিসেবেও সাফল্য এনে দিয়েছেন ম্যাকডোনাল্ড। যে কারণে তার ওপরই আস্থা রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু তাই নয় দলের ক্রিকেটাররাও তাকে বেশ পছন্দ করেন।
২০১৯ সালের অক্টোবরে অজিদের সহকারী কোচ হন ম্যাকডোনাল্ড। এবার তিনি হলেন প্রধান কোচ। আগামী জুনে শ্রীলঙ্কা সফর দিয়ে নতুন দায়িত্ব শুরু করবে তিনি।