হারের শঙ্কায় টাইগাররা
দ্বিতীয় ইনিংসে দুরন্ত বোলিং করেছে বাংলাদেশ। কিন্তু তারপরও লক্ষ্যটা দাঁড়িয়েছে পাহাড়সম। ৪১৩ রান। অসম্ভব লক্ষ্যটা স্পর্শ করার লক্ষ্য নিয়ে মাঠে নামতেই বিপদে পড়ে গেছে টাইগাররা। তৃতীয় দিন শেষে ৯.১ ওভারে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অতিথিরা পড়ে গেছে হারের শঙ্কায়।
ইনিংসের শুরুতেই আঘাত হানেন কেশব মহারাজ। তার স্পিন ছোবলে রানের খাতাই খুলতে পারেননি মাহমুদুল হাসান জয়। ইনিংসের তৃতীয় বলে দলীয় এক রানে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন তরুণ এ ওপেনার। মহারাজের এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে বিদায় নেয়ার আগে নাজমুল হাসান শান্ত করেন মাত্র ৭ রান। ওপেনার তামিম ইকবাল ক্রিজ থেকে বিদায় নিয়েছেন একটু আগে-ভাগেই। তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৩ রান। দেশসেরা ওপেনার আউট হতেই দিনের খেলা শেষ হয়ে যায়। পরে অন্য কেউ আর মাঠে নামেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি উইকেট নিয়েছেন কেশব। সাইমন হার্মার একটি।
তার আগে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে এবার থেমেছে তারা। তাতেই প্রোটিয়ারা লিড পেয়েছে ৪১২ রানের।
৪১ রান এনে দেন দিয়েছেন ওপেনার সারেল এরউই। ৩৯ রানে অপরাজিত থেকে যান কাইল ভেরেইন। দলীয় স্কোরে ৩০ রান যোগ করেন টেম্বা বাভুমা। ২৬ রান আসে ওপেনার ক্যাপ্টেন ডিন এলগারের ব্যাট থেকে।
বল হাতে তিন উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। দুটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ। একটি উইকেট গেছে খালেদ আহমেদের পকেটে।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৪৫৩ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে পুঁজি গড়ে ২১৭ রানের।