মুশফিকের ফিফটি, ২৩৬ রানে পিছিয়ে টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়ে গিয়েছিল টাইগাররা। সফরকারীদের পেয়ে বসেছিল ফলো-অনের শঙ্কা। তবে ব্যাটিং বিপর্যয় সামলে দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। দারুণ ব্যাটিংয়ে মুশফিক ফিফটি ছুঁলেও অর্ধ-শতক মিস করেন ইয়াসির আলী।

মুশফিক অনেক দিন পর পেলেন রানের দেখা। নিজের হাতের ব্যাট হাসিয়ে দিয়েছিলেন শতকের আভাস। তবে ১৩৬ বলে ৫১ রানের বেশি আসেনি বাংলাদেশের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যানের ব্যাট থেকে। তার এ ইনিংসে ছিল আপ বাউন্ডারির মার। তবে ফিফটি মিস করেন ইয়াসির আলী। ৪ রানের আক্ষেপ নিয়ে ফেরেন তিনি। ৮৭ বলে তার ব্যাট থেকে আসে ৪৬ রান। ষষ্ঠ উইকেটে মুশফিক-ইয়াসির দুজনে মিলে ১৬২ বলে ৭০ রানের জুটি গড়ে ব্যাটিং বিপর্যয় সামাল দেন।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের পুরো দুটি সেশনও খেলতে পারেননি মুমিনুল হকরা। মধ্যাহ্নভোজ বিরতির আগেই ফিরে যান মুশফিক-ইয়াসির। দুজনের বিদায়ে টাইগারদের খেলাও প্রায় শেষ হয়ে যায়। দ্বিতীয় সেশনে ৪.২ ওভারে দলীয় স্কোরে মাত্র ৭ রান যোগ করে সফরকারীরা। মেহেদী হাসান মিরাজ বিদায় নেন ১১ রান করে। তাইজুল এনে দেন মাত্র ৫ রান। খালেদ আহমেদ ও এবাদত হোসেন রানের খাতাই খুলতে পারেননি। তাতেই বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২১৭ রানে। লাল-সবুজের প্রতিনিধিরা এখনো ২৩৬ রানে পিছিয়ে।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন সাইমন হার্মার ও উইয়ান মুল্ডার। আর দুটি করে উইকেট পান কেশব মহারাজ ও ডুয়ান্নে অলিভার।

বিজ্ঞাপন

তার আগে ৫ উইকেটে প্রথম ইনিংসে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ৩০ রানে অপরাজিত ব্যাটসম্যান মুশফিক নিজের ব্যক্তিগত স্কোরে যোগ করেন মাত্র ২১ রান। তবে তার আগের দিনের সঙ্গী ইয়াসির যোগ করেন ৩৮ রান।