দক্ষিণ আফ্রিকা থামল ৪৫৩ রানে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম

প্রথম দিনের শেষ দিকে বোলিংয়ে দাপট দেখিয়ে লড়াইয়ে ফিরেছিল টাইগাররা। স্বাগতিকদের ওপর চাপ সৃষ্টি করেছিল অতিথিরা। স্বস্তি ফিরে পেয়েছিল ক্যাপ্টেন মুমিনুলের বাহিনী। কিন্তু দ্বিতীয় দিনে ফের ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।

ব্যাটিং ঝলক দেখিয়ে দুরন্ত এক ফিফটির দেখা পেয়েছেন কেশব মহারাজ। ৯৫ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮৪ রান নিয়ে এখনো ব্যাটিং করে যাচ্ছেন প্রোটিয়া এ তারকা ক্রিকেটার। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে রানের পাহাড় গড়ে ফেলেছে স্বাগতিকরা। তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৫৩ রান।

বিজ্ঞাপন

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জস পার্কে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকা শুরু করে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান কাইল ভেরেইন ২২ রানের বেশি তুলতে পারেননি। তাকে ফিরিয়ে দেন খালেদ আহমেদ। তার আগের দিনের সঙ্গী উইয়ান মুল্ডার দলীয় স্কোরে যোগ করেন ৩৩ রান। শেষ দিকে সাইমন হার্মার ২৯ ও লিজাড উইলিয়ামস ১৩ রান এনে দেন।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে সফল বোলার দুজনই- তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। স্পিন ভেলকিতে তাইজুল ১৩৫ রান খরচায় ৬ উইকেট নিলে তরুণ পেসার খালেদ ১০০ রান দিয়ে উইকেট পান ৩টি। বাকি উইকেটটি গেছে মেহেদী হাসান মিরাজের পকেটে।

বিজ্ঞাপন