তাইজুল-খালেদের দাপটে স্বস্তিতে টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাইজুলের উইকেট উদযাপন

তাইজুলের উইকেট উদযাপন

বোলিংয়ে শুরুতে ঠিক দাপট দেখাতে পারেননি টাইগাররা। ক্ষুরধারহীন বোলিংয়ের এই সুযোগটাই নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সংগ্রহটা বাড়িয়ে নিয়েছে। তবে তাইজুল ইসলামের স্পিন জাদুর সঙ্গে পেস বোলিংয়ে দাপট দেখান খালেদ আহমেদ। তাতেই শেষ দিকে খানিকটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ।

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দেখে শুনে খেলে শুরুটা বেশ ভালোই হয়েছিল প্রোটিয়াদের। তবে দলীয় ৫২ রানে আঘাত হানেন খালেদ আহমেদ। ওপেনার সারেল এরউইকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন তরুণ এ পেসার।

বিজ্ঞাপন

সারেল এরউই ফিরলেও ব্যাট হাতে দাপট দেখাতে থাকেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার। দেন সেঞ্চুরির আভাস। কিন্তু শতক মিস করেন তিনি। তবে ফেরার আগে ৮৯ বলে ১০ বাউন্ডারিতে ৭০ রানের দুরন্ত এক ইনিংস খেলেন এলগার। দ্বিতীয় উইকেটে পিটারসেনের সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ গড়েন। কিগান পিটারসেন খেলেন ৬৪ রানের দারুণ এক ইনিংস। ১২৪ বলে ৯ বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজান ওয়ানডাউনে নামা এ ব্যাটসম্যান।

ফিফটি হাঁকান টেম্বা বাভুমাও। ১৬২ বলে ৭ বাউন্ডারি স্বাগতিকদের এনে দেন তিনি ৬৭ রানের অসাধারণ এক ইনিংস। তবে ৮ রানের জন্য অর্ধ-শতক মিস করেন রায়ান রিকেলটন। ৮২ বলে ৩ বাউন্ডারি ও এক ছক্কায় ৪২ রানের কার্যকরী ইনিংস খেলে তাইজুল ইসলামের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। দুটি উইকেট নেন খালেদ আহমেদ।