বোলিংয়ে টাইগাররা, একাদশে তামিম-তাইজুল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টস জেতেন প্রোটিয়া ক্যাপ্টেন ডিন এলগার

টস জেতেন প্রোটিয়া ক্যাপ্টেন ডিন এলগার

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে টস হেরে আগে বোলিং করবে বাংলাদেশ। সফরকারীদের একাদশ থেকে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। চোট কাটিয়ে সেই জায়গায় দলে ফিরেছেন তামিম ইকবাল। এছাড়া চোটের কারণে দেশে ফিরে আসা তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

ডারবানে প্রথম টেস্টে শেষ ইনিংসে লজ্জায় ডুবেছে বাংলাদেশ। তাই দ্বিতীয় টেস্টের আগে টাইগারদের মানসিকভাবে শক্ত হওয়ার দীক্ষা নিতে বলে লজ্জা দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। এ যেন নিউজিল্যান্ডে টেস্ট জিতে আসা বাংলাদেশ দলের সামনে নতুন করে প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।

বিজ্ঞাপন

চারদিন লড়াই করেও প্রথম টেস্টে শেষ ইনিংসে স্পিন আক্রমণ দিয়ে বাংলাদেশ দলকে ধসিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচের জয়ী ওই একাদশের ওপরই ভরসা রেখেছে স্বাগতিকরা। ছয় নিয়মিত ব্যাটার। দু’জন করে পেসার-স্পিনার ও একজন মিডিয়াম পেস অলরাউন্ডার দলে নিয়েছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, কাইল ভারাইনা, কেশব মহারাজ, সিমন হার্মার, ডুয়াইন ওলিভিয়ার, লিজাড উইলিয়ামস।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।