চোট নিয়ে ঢাকায় ফিরলেন তাসকিন-শরিফুল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম

তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম

পেসার তাসকিন আহমেদের সঙ্গে শরিফুল ইসলামও ছিলেন টেস্ট দলে। কিন্তু দ্বিতীয় টেস্ট মাঠে গড়়ানোর আগে আজ বুধবার দেশে ফিরেছেন দুজনে।

বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তাসকিন ও শরিফুল। দুই পেসারকেই জ্বালিয়ে মারছে ইনজুরি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেই নয়, চলতি মাসে তাদের মাঠে ফেরাটাই হয়ে গেছে অসম্ভব। এজন্য দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছেন দুই পেসার।

বিজ্ঞাপন

টেস্ট সিরিজ মাঠে গড়়ানোর আগে অনুশীলনে গোড়ালিতে চোট পেয়ে প্রথম টেস্টে দর্শক হয়ে ছিলেন শরিফুল। সেই চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি। ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন প্রথম টেস্টে পড়েন ইনজুরিতে। 

তাসকিনের চোট নিয়ে টাইগারদের ফিজিও বায়েজিদ ইসলাম বিবৃতিতে বলেন, ‘প্রথম টেস্টের দ্বিতীয় দিনে খেলার সময় ডান কাঁধে ব্যথা এবং নড়াচড়া করতে অসুবিধার কথা বলেন তাসকিন। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের জন্য তিনি ফিজিওথেরাপি, সহায়ক টেপিং এবং ব্যথানাশক ঔষধ নেন। তার সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।’

বিজ্ঞাপন

শরিফুল নিয়ে বলেন, ‘২৯ মার্চ অনুশীলনের সময় বাম পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন শরিফুল। তার লিগামেন্টে গ্রেড-১ টিয়ার ধরা পড়েছে। তিনি ইতোমধ্যে তার পুনর্বাসন শুরু করেছেন এবং সম্ভবত এই মাসের শেষের দিকে অনুশীলন শুরু করবেন।’