দ্য হান্ড্রেডেও অবিক্রিত রয়ে গেলেন সাকিব
এবারের আইপিএলে খেলছেন না সাকিব আল হাসান। কেননা নিলাম থেকে দল পাননি বিশ্বসেরা এ অলরাউন্ডার। খবরটা পুরোনো। সাকিব দল পেলেন না ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ থেকেও।
শুধু সাকিব অবিক্রিত থেকে গেছেন তা কিন্তু নয়। পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম ও অস্ট্রেলিয়ান গ্রেট ডেভিড ওয়ার্নারের মতো তারকারাও দল পাননি প্লেয়ার্স ড্রাফট থেকে।
টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। কিন্তু দল পাননি ।সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই আসরেও দল পাননি।
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের আরও আট ক্রিকেটারও ছিলেন। তাদের মধ্যে কেউই দল পাননি। তারা হলেন- তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
আগামী ৩ আগস্ট মাঠে গড়়াবে দ্য হান্ড্রেডের দ্বিতীয় আসর। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।