এলোমেলো ব্যাটিংয়ে বিপদে টাইগাররা
দ্বিতীয় ইনিংসের শুরুতেই এলোমেলো আর ছন্নছাড়া ব্যাটিং। তাই ২৭৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপদে পড়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। চতুর্থ দিনের খেলা শেষে মাত্র ৬ ওভারে ১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে অতিথিরা। ঐতিহাসিক প্রথম টেস্ট জিততে এখন বাংলাদেশের দরকার আরও ২৬৩ রান। হাতে রয়েছে ৭ সাত উইকেট। কিন্তু প্রোটিয়াদের দুরন্ত স্পিন বোলিংয়ের কারণে দেশের ক্রিকেটারদের সামনে চোখ রাঙাচ্ছে হার। দুটি উইকেট নিয়েছেন কেশব মহারাজ। আর বাকি উইকেটটি গেছে সাইমন হার্মারের পকেটে।
প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন মাত্র ৪ রান। তার ওপেনিং পার্টনার সাদমান ইসলাম রানের খাতাই খুলতে পারেননি। ক্যাপ্টেন মুমিনুল হক এবার হতাশ করেছেন। তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। উইকেটে রয়েছেন নাজমুল হোসেন শান্ত (৫ ব্যাটিং) ও মুশফিকুর রহীম (০ ব্যাটিং)।
দুরন্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। বাংলাদেশের জয়ের জন্য দরকার ২৭৪ রান।
প্রোটিয়াদের ব্যাটিংয়ের শুরুটা ছিল দারুণ। ওপেনিংয়ে নেমেই ফিফটি হাঁকান ডিন এলগার। পরে শেষ দিকে বল হাতে আগুন ঝরান এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
ডিন এলগার ১০২ বলে ৭ বাউন্ডারিতে খেলেন ৬৪ রান। তিনি কেবল ফিফটি হাঁকান। রায়ান রিকেলটন ৩৯* রান করে অপরাজিত থেকে যান। ৩৬ রান করেন কিগান পিটারসেন। সমান ১১ রান করে যোগ করেন উইয়ান মুল্ডার ও সাইমন হার্মার।
বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। দুটি উইকেট পান তাসকিন আহমেদ।
তার আগে কোনো উইকেট না হারিয়ে ৪ ওভারে ৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।