২৯৮ রানে অলআউট টাইগাররা
ব্যাটিং ধস কাটিয়ে একাই মশাল হাতে জ্বললেন মাহমুদুল হাসান জয়। হাঁকালেন দুরন্ত এক সেঞ্চুরিতে। তার দাপুটে শতকের সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে গড়েছে ২৯৮ রানের পুঁজি। তবে টাইগাররা এখনো ৬৯ রানে পিছিয়ে।
৩২৬ বলে ১৫ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ১৩৭ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস। টেস্ট ক্যারিয়ারে এটাই জয়ের প্রথম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে প্রথম শতকের রেকর্ড গড়লেন তরুণ এ ওপেনার।
তার সঙ্গে দলীয় স্কোরে ২৯ রান যোগ করেছেন মেহেদেী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মারের পকেটে রয়েছে চার উইকেট। তিন উইকেট পেয়েছেন লিজাড উইলিামস। উইয়ান মুল্ডার ও ডুয়ান্নে অলিভার একটি করে উইকেট নেন।
তবে ফিফটি মিস করেছেন লিটন দাস। ৯ রানের আক্ষেপ নিয়ে ফেরেন তিনি। ৯২ বলে ৬ বাউন্ডারিতে উপহার দেন ৪১ রানের দারুণ এক কার্যকরী ইনিংস। পরে ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ২২ রান। ২৬৯ বলে ১০ বাউন্ডারি ও এক ছক্কায় শতক পূর্ণ করেন জয়।
তার আগে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান নিয়ে ডারবান টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।