বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেদী হাসান মিরাজের উইকেট উদযাপন

মেহেদী হাসান মিরাজের উইকেট উদযাপন

ওয়ানডে সিরিজে বাংলাদেশের বোলিং হয়েছিল দুর্দান্ত। কিন্তু টেস্ট এসেই যেন খেই হারিয়ে ফেলেছে দেশের ছেলেরা। অতিথি ক্রিকেটারদের বোলিংটা হলো ক্ষুরধারহীন। টাইগারদের নখদন্তহীন বোলিং পারফরম্যান্সের সুযোগটা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা হাঁটছে বড় সংগ্রহের পথে। 

দিনের শুরু থেকেই দুরন্ত ব্যাটিং করতে থাকে প্রোটিয়া ব্যাটসম্যানরা। ব্যাটিং ছন্দটা তারা ধরে রাখে শেষ পর্যন্ত। ডিন এলগার ও টেম্বা বাভুমার ফিফটিতে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করেছে আফ্রিকান দলটি। ডিন এলগার ও সারেল এরউই উদ্বোধনী জুটিতেই ১১৩ রান তুলে ফেলে ছিল। 

বিজ্ঞাপন

প্রথমে অর্ধ-শতক হাঁকান প্রোটিয়া ক্যাপ্টেন ডিন এলগার। ওপেনিংয়ে নেমেই ১০১ বলে ১১ বাউন্ডারিতে খেলেন ৬৭ রানের দারুণ এক ইনিংস। তবে তার উদ্বোধনী সঙ্গী সারেল এরউই ৯ রানের জন্য ফিফটি মিস করেন। ৪১ রান নিয়ে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে ফেরেন সাজঘরে।

এখনও ব্যাটিং করে যাচ্ছেন টেম্বা বাভুমা। ১১৯ বলে ৬ বাউন্ডারিতে ৫৩* রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস খেলে দিন শেষে অপরাজিত থেকে যান। ২৭* রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন কাইল ভেরেইন।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন।