পাকিস্তানে টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উল্লাস

ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উল্লাস

জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৩৫১ রান। কিন্তু লাহোর টেস্টের শেষ দিনে স্পিন ভেলকি দেখান নাথান লায়ন। একাই শিকার করেন পাঁচ উইকেট। তাতেই কপাল পুড়ে স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। 

ইমাম-উল-হক ও বাবর আজম জোড়া ফিফটি হাঁকালেও ম্যাচ বাঁচাতে পারেননি। ১১৫ রানের বড় ব্যবধানে তৃতীয় ও শেষ টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আগের দুই ম্যাচ ড্র হওয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিল অজিরা।

বিজ্ঞাপন

ইমাম-উল-হকের ব্যাট থেকে আসে ১৯৯ বলে ৫ বাউন্ডারিতে ৭০ রান। ১০৪ বলে ৬ বাউন্ডারিতে ৫৫ রান এনে দেন ক্যাপ্টেন বাবর আজম।

অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট নেন নাথান লায়ন। তিনটি উইকেট পান ম্যাচসেরা প্যাট কামিন্স।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৯১ রানের জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৬৮ রানে। পরে সফরকারী অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৩ উইকেটে ২২৭ রানে। সিরিজসেরা হন একাই ৪৯৬ রান করে উসমান খাজা।