আইপিএলে খেলার ছাড়পত্র পাননি তাসকিন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ

আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস খেলার প্রস্তাব দিয়েছিল তাসকিন আহমেদকে। কিন্তু সঙ্গে শর্ত জুড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি- আইপিএলের পুরো মৌসুম খেলতে হবে। তার জন্য ছাড়পত্র নিতে হবে বিসিবি থেকে। ওয়ানডে সিরিজ শেষেই তাসকিনকে যেতে হতো ভারতে। সেটা হলে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারতেন না এ স্টার বোলার।

কিন্তু তাসকিন আহমেদ এমনটা চাচ্ছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে আইপিএলে যেতে রাজি নন তিনি। আর বিসিবিও এখনই তাসকিনকে ছাড়তে নারাজ। বিসিবি‘র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, দেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন তাসকিন, ‘আপনারা জানেন যে লক্ষ্ণৌ দল তাকে চেয়েছিল। সেটা বিসিসিআই আমাদেরকে জানিয়েছিল, দলের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকায় আমাদের দুটো টেস্ট আছে একটা ওয়ানডে আছে, তো আমরা চাইব না যে, এই সিরিজ বাদ দিয়ে সে এখন আইপিএলে যাক।’

বিজ্ঞাপন

তাসকিনকে আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দিতে নারাজ বিসিবি, ‘জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই এক নম্বরে। এর সাথে কোনো কিছুর তুলনা হয় না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে। সে এই সিরিজ চালিয়ে যাবে।’

এই প্রথম বিদেশি কোনো টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। কিন্তু বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও জালাল ইউনুসের সঙ্গে কথা বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাসকিন। সঙ্গে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকেও না বলে দিয়েছেন গতিময় এ বোলার, ‘তাসকিন তাদের (লক্ষ্ণৌ) জানিয়ে দিয়েছে সে খেলবে না, যেতে পারছে না। সে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলবে।’

বিজ্ঞাপন

তবে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়ে রেখেছেন, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সিরিজের মাঝে কেউ তাসকিনকে আইপিএলে খেলার প্রস্তাব দিলে সেটটা বিবেচনা করবে বিসিবি।

নিলাম থেকে ইংল্যান্ডের পেসার মার্ক উডকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। তবে কনুইয়ের ইনজুরির কারণে ভারতের ঘরোয়া এ টি-টোয়েন্টি আসরে খেলতে পারবেন না এ ইংলিশ ক্রিকেটার। তার স্থলেই তাসকিনকে দলে টানতে চেয়েছিল মেন্টর গৌতম গম্ভীরের দল।

আইপিএলের এবারের নিলাম থেকে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাম্পিটালসের হয়ে খেলবেন এ কাটার মাস্টার। তবে দল পাননি সাকিব আল হাসান। তাসকিন ছাড়পত্র পেলে তিনি হতেন এবারের আইপিএলে বাংলাদেশের দ্বিতীয় প্রতিনিধি।