টাইগারদের হারে সিরিজ সমতায় দক্ষিণ আফ্রিকা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মিরাজের উইকেট উদযাপন

মিরাজের উইকেট উদযাপন

জয়ের জন্য লক্ষ্যটা ছিল ১৯৫। দক্ষিণ আফ্রিকার জন্য এই স্কোরটা ছোঁয়া এমন কী ব্যাপার! মাঠের লড়াইয়ে স্বাগতিকরা সেটা প্রমাণও করল। কুইন্টন ডি কক-কাইল ভেরেইকের জোড়া ফিফটিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে উড়িয়ে দিল ৭ উইকেটের বড় ব্যবধানে। জয়টা ধরা দেয় ৭৬ বল হাতে রেখেই। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরল প্রোটিয়ারা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে কুইন্টন ডি কক ও জানেমান মালান তুলেন ফেলেন ৮৬ রান। জয়ের ভিতটা গড়ে উঠে এতেই। মালান ২৬ রান নিয়ে ফিরলেও ব্যাট হাতে দাপট দেখাতে থাকেন ডি কক। পেয়ে যান ফিফটির দেখা। ৪১ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৬২ রানের দারুণ এক ক্রিকেটীয় ইনিংস। দলীয় ৯৪ রানে অবশ্য সাকিব আল হাসানের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ক্যাপ্টেন টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে ৩৭ রান। কাইল ভেরেইনের সঙ্গে বাভুমা ৮২ রানের (১০১ বলে) পার্টনারশিপ গড়ে দলের জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন।

বিজ্ঞাপন

ওয়ানডাউনে নামা কাইল ভেরেইনও ব্যাটিং দৃঢ়তা দেখান। ৭৭ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৮* রানের হার না মানা চমৎকার এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই তবে মাঠ ছাড়েন তিনি। দলের জয়ের মিশনে তাকে সঙ্গ দিয়ে অপরাজিত থেকে যান রসি ভ্যান ডার ডুসেন (৮*)। ৩৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলে নেয় ১৯৫ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও আফিফ হোসেন।