ওয়ার্নকে শেষ বিদায় জানাল তার পরিবার ও বন্ধুরা
স্পিন জাদুকর শেন কিথ ওয়ার্নকে শেষবারের মতো বিদায় দিয়েছে তার পরিবার। শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বন্ধুরাও। আজ রোববার পারিবারিক এ বিদায় অনুষ্ঠান হয়েছে সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে। বাবা ওয়ার্নের কফিন বহন করেছেন ছেলে জ্যাকসন। পাশে ছিলেন ওয়ার্নের দুই কন্যা ব্রুক ও সামারও। ছেলেকে শেষ বিদায় জানিয়েছেন ওয়ার্নের বাবা কিথ ও মা ব্রিজেট।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম বলছে, ৮০ জনের মতো ব্যক্তি ওয়ার্নের এ পারিবারিক বিদায় অনুষ্ঠানে শামিল ছিলেন। তাদের মধ্যে ছিলেন বন্ধু, সাংবাদিক, খেলার মাঠের সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও। সাবেক ইংল্যান্ড ক্যাপ্টেন মাইকেল ভনের সঙ্গে ছিলেন বন্ধু মাইকেল ক্লার্কও।
অজি ক্রিকেট কিংবদন্তির বিদায় অনুষ্ঠানে উপস্থাপনা করেন আমেরিকান গায়ক ম্যাগুয়ের। তিনি বলেন, ‘ওয়ার্ন মানুষের জন্য খেলেছে। সে ছিল সুপারম্যান। বাচ্চারা যা কিছু করার স্বপ্ন দেখেন, ওয়ার্ন সব করেছেন। সে হ্যাটট্রিক করেছে, ৭০০ উইকেট নিয়েছে। গ্যাটিংকে (বল অব দ্য সেঞ্চুরি) ওই বলটা করেছে।’
ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাই কিছুক্ষণের জন্য শেন কিথ ওয়ার্নকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে স্মৃতিচারণ করেন।
গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ বিদায় জানানো হবে ওয়ার্নকে।