এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট
প্রায় চার বছরের বিরতি শেষে আগামী আগস্টে ফের বসতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এবারের আসরটি হবে টি-টোয়েন্টি সংস্করণে।
আগামী ২৭ আগস্ট মাঠে গড়়াবে টুর্নামেন্টটি। আসরের লড়াই চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আজ শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টুর্নামেন্টের আয়োজকস্বত্ব পেয়েছে শ্রীলঙ্কা।
এশিয়ার পাঁচ দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান খেলবে এ টুর্নামেন্টে। বাছাই পর্ব পেরিয়ে আরও একটি দল পাবে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট।
বাছাইপর্ব শুরু হবে আগামী ২০ আগস্ট।
সাধারণত ওয়ানডে বা টি-টোয়েন্টি সংস্করণে দুই বছর পরপর আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। মহাদেশীয় এ শ্রেষ্ঠত্বের আসর সর্বশেষ বসেছিল ২০১৮ সালে। ২০২০ সালে এ টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়।