দক্ষিণ আফ্রিকা সফরে সব ম্যাচই খেলবেন সাকিব
সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষে দক্ষিণ আফ্রিকা সফরে গেছেন সাকিব আল হাসান। তবে আফ্রিকার দেশটিতে গিয়ে বসে ছিলেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার। অনুশীলনে নিজেকে মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত করেছেন।
তবে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়ে ছিলেন সাকিব আল হাসান দুই-একটা ম্যাচে নাও খেলতে পারেন। নিতে পারেন বিশ্রাম। তবে তামিম ইকবাল বলছেন ভিন্ন। মানসিকভাবে বিপর্যস্ত হলেও তিন ওয়ানডের সঙ্গে দুই টেস্টের সব ম্যাচই খেলবেন তিনি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়়াবে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায়। তার আগে আজ বৃহস্পতিবার তামিম জানালেন, সাকিব কোনো বিশ্রাম নিচ্ছেন না। খেলবেন সবগুলো ম্যাচ, ‘আমার কাছে এমন কোনো বার্তা নেই যেটাতে আমাকে বলা হয়েছে যে সাকিবকে এক-দুইটা ম্যাচ বিশ্রাম দিতে হবে। আমি জানি যে এখানে সে দলের সঙ্গে খেলতে এসেছে এবং সব ম্যাচের জন্যই প্রস্তুত। তার সাথে আমার স্বাভাবিক ক্রিকেট নিয়েই আলাপ হয়েছে। সাকিব কালকের ম্যাচটি খেলার অপেক্ষায় আছে, ভালো করতে চায়।’
টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন তামিম আরও জানান, ‘আমি যতটা চাই কাল ভালো করতে ঠিক তেমনি দলের অন্য সদস্যরাও যে জিনিসটা চায়- ভাল করতে, ওইরকমই। এছাড়া সত্যি বলতে অন্য কোনো বার্তা আমার কাছে নেই।’