টাইগারদের পাওয়ার হিটিং পরামর্শক মরকেল
অনেক দিন ধরেই টাইগারদের জন্য পাওয়ার হিটিং কোচ নিয়োগের ব্যাপারে চিন্তা-ভাবনা করছে বিসিবি। তবে সেটা এখনো আলোর মুখ দেখেনি। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আপদকালীন পাওয়ার হিটিং কোচ হিসেবে বোর্ড দলে ভিড়িয়েছে সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেলকে।
তবে মরকেল বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন মাত্র পাঁচ দিন। দক্ষিণ আফ্রিকায় কয়েকটি সেশনে মুমিনুল হকের দলের সঙ্গে কাটাবেন মরকেল। খবরটি নিশ্চিত করেছেন বিসিবি'র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও একই খবর দিয়েছেন।
প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেন, ‘এটা কোনো নিয়োগ না, ও অ্যাভেইলঅ্যাভেল আছে, শর্টটার্ম কয়েকটা সেশন করাবে। নিয়োগ অন্য জিনিস, লং টার্মে হয়। এটা শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে কয়েকটা সেশনের জন্য।’
এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়াম্যান জালাল ইউনুস খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, মর্কেল ওয়ানডে সিরিজে পাঁচ দিনের জন্য কাজ করবেন।
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডের সঙ্গে দুটি টেস্ট খেলবে টাইগাররা। আগামী ১৮ মার্চ ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই। বিশ্বকাপ সুপার লিগের অধীনে সিরিজের বাকি দুটি ওয়ানডে হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ হবে জোহানেসবার্গে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পোর্ট এলিজাবেথে শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল।