ক্যাপ্টেন রোহিত জিতলেন প্রথম সিরিজ
ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথম টেস্ট সিরিজ জিতেছেন। সে আবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টে ২৩৮ রানে জিতেছে ভারত। ম্যাচের তৃতীয় দিনেই জয় ছিনিয়ে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে লঙ্কানদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।
শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ৪৪৭ রানের হিমালয়সম লক্ষ্য ছুঁড়ে দেয় রোহিত শর্মার দল। ক্যাপ্টেন দিমুথ করুনারত্নে হাঁকান অসাধারণ এক সেঞ্চুরি। সাজঘরে ফেরেন ১৭৪ বলে ১৫ বাউন্ডারিতে ১০৭ রানের চমৎকার এক ইনিংস নিয়ে। তার সঙ্গে ফিফটির দেখা পান কুশল মেন্ডিস। তিনি ৬০ বলে ৮ বাউন্ডারিতে এনে দেন ৫৪ রানের দাপুটে এক ইনিংস।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বাকি ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল নিরোশান ডিকভেলা। তবে তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। ফলে অতিথিদের ইনিংস গুটিয়ে যায় ২০৮ রানেই।
ভারতের হয়ে চার উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। জাসপ্রিত বুমরাহ নেন তিন উইকেট। দুই উইকেট পান অক্ষর প্যাটেল।
ভারতের প্রথম ইনিংসে ২৫২ রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১০৯ রানে। পরে ৯ উইকেটে ৩০৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারতীয়রা।
ম্যাচসেরা হয়েছেন শ্রেয়াস আইয়ার। সিরিজ সেরা হন রিশব পান্থ।