বোনার-হোল্ডারের ব্যাটিং দৃঢ়তায় ড্র করল উইন্ডিজ
জয়ের জন্য ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্যটা ছিল ২৮৬ রান। কিন্তু জয় ছিনিয়ে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। জয়ের দেখা পায়নি ইংল্যান্ডও। অ্যান্টিগায় প্রথম টেস্টে দু'দলই ড্র মেনে নিয়েছে।
ম্যাচসেরা এনক্রুমাহ বোনার ও জেসন হোল্ডারের দাপুটে ব্যাটিংয়ে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতেই শেষ হয়ে যায় টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা। ৩৮* রানে অপরাজিত থেকে যান বোনার। আর হোল্ডার খেলেন ৩৭* রানের হার না এক ইনিংস।
ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন জ্যাক লিচ। বাকি উইকেটটি যায় বেন স্টোকসের পকেটে।
তার আগে জ্যাক ক্রলি (১২১) ও জো রুটের (১০৯) জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩১১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৭৫ রান।
প্রথম ম্যাচ অমীমাংসিত থেকে যাওয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজে ০-০ এ সমতায় রইল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।