বাঁ হাতের খেল দেখিয়ে র‍্যাঙ্কিংয়ের সেরা দশে নাসুম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাসুম আহমেদ

নাসুম আহমেদ

আগুনে বোলিং পারফরম্যান্স উপহার দেন নাসুম আহমেদ। তার বোলিং দাপটে আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অসাধারণ এক জয় ছিনিয়ে নেয় টাইগাররা। ম্যাচ জয়ের সুখস্মৃতির সঙ্গে ম্যাচসেরার পুরস্কারও সঙ্গী হয় নাসুমের। 

সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই চোখ ধাঁধানো পারফরম্যান্সের আরও একটি স্বীকৃতি পেলেন নাসুম। বাঁ-হাতের খেল দেখিয়ে আইসিসি'র র‍্যাঙ্কিংয়ে পেলেন পুরস্কার। আজ বুধবার, ৯ মার্চ প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এসেছেন বাঁ-হাতি এ স্পিনার। কুড়ি ওভারের র‍্যাঙ্কিংয়ে এটি নাসুমের ক্যারিয়ার সেরা অবস্থান।

বিজ্ঞাপন

র‍্যাঙ্কিংয়ে গত সপ্তাহে নাসুম ছিলেন ২৭তম স্থানে। আফগান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্পিন ভেলকি দেখিয়ে একাই ধস নামান আফগান টপ-অর্ডারে। ১০ রান খরচ করে শিকার করেন অতিথিদের ৪ উইকেট। তাতেই র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ ওপরে উঠে গেছেন নাসুম। ৬৩৭ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে আছেন এখন এ তারকা বোলার।

প্রথম টি-টোয়েন্টিতে নাসুম আহমেদের সঙ্গে ঝলক দেখিয়ে ছিলেন লিটন দাস। তবে সেটা ব্যাট হাতে। খেলেন ৪৪ বলে ৬০ রানের দুরন্ত একটি ক্রিকেটীয় ইনিংস। সেই ব্যাটিং পারফরম্যান্স টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এ তারকা ব্যাটসম্যানকে ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে নিয়ে এসেছে। গত সপ্তাহে লিটন ছিলেন ৭৫তম স্থানে।

বিজ্ঞাপন

লঙ্কানদের বিপক্ষে মোহালি টেস্টে ব্যাটে-বলে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছেন রবীন্দ্র জাদেজা। সুবাদে টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন ভারতীয় এ তারকা ক্রিকেটার। এনিয়ে সাড়ে চার বছর পর র‌্যাঙ্কিংয়ের রাজত্ব ফিরে পেলেন তিনি।

জাদেজার দুই ধাপ উত্থানে শীর্ষস্থান খুইয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন জেসন হোল্ডার। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে শীর্ষ স্থানটি নিজের দখলে রেখে ছিলেন ক্যারিবিয়ান এ পেসার।