আগ্রহ না থাকলে খেলো না: সাকিবকে পাপনের কড়া জবাব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান  ও নাজমুল হাসান পাপন

সাকিব আল হাসান ও নাজমুল হাসান পাপন

আইপিএলে দল না পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডের সঙ্গে টেস্ট সিরিজেও খেলবেন সাকিব আল হাসান। কথাটা বেশ জোর দিয়েই বলেছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। কিন্তু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ নিয়ে কোনো কথা বলেননি সাকিব। এতেই আফ্রিকার দেশটির বিপক্ষে তার খেলা নিয়ে দেখা দেয় ধোঁয়াশা। সকল দূর করতে সফরের দুই সংস্করণের দলেই রাখা হয় সাকিবকে। 

কিন্তু পরে সাকিব জানান, মাঠের লড়াইয়ের জন্য মনের দিক থেকে ফিট নন তিনি। মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরেই যেতে চান না বিশ্বসেরা এ অলরাউন্ডার। অথচ প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে আইপিএলের জন্য উড়াল দিতে চেয়েছিলেন সাকিব। এখন আইপিএলে দল না পেয়ে বলছেন, তার মনের অবস্থা ভালো নয়। এ কারণে রেগে গেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। 

বিজ্ঞাপন

আজ সোমবার, ৭ মার্চ গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ পাপন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকলে আইপিএল খেলত কীভাবে? ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিতো তাহলে কি বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত?’ 

ব্যাটিং পারফরম্যান্সটা ভালো হয়নি। যে কারণে সাকিব জানান, আফগান সিরিজটি উপভোগ করতে পারেননি। তাই পাপনের প্রশ্ন, তাহলে কী বাংলাদেশের জয়টা উপভোগ করেননি সাকিব? ‘সাকিব বলছে আফগান সিরিজ সে উপভোগই করেনি। আমরা যে জিতেছি সে উপভোগই করেনি। কেন? তার যদি অফ-ফর্ম থাকত, সে বলতো খেলব না! সমস্যাটা কোথায়? খেলার পর যদি বলে উপভোগ করেনি, আগ্রহ নেই, মোটিভিশন নাই, তাহলে আমাদের বলো। বলো, আগ্রহ নেই। তাহলে খেলো না।’ 

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা সফরে না যেতে চেয়ে বিমানবন্দরে সাকিবের মন্তব্যটা অনেকের পছন্দ হয়নি। ভালো লাগেনি পাপনেরও। তাই তো বোর্ড সভাপতির সাফ জবাব, ‘আমরা মোটেও বিচলিত নই। ও হয়তো মানসিক, শারীরিকভাবে ডিস্টার্ব। ওর যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে বলে দেওয়া, ও তো দিনের বেলায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। কোচের সঙ্গে কথা বলতে পারত। সুজনের (খালেদ মাহমুদ) সঙ্গে কথা বলতে পারত। হঠাৎ করে এভাবে চমক দেওয়া, কেন করছে—অনেকে এটা পছন্দ করেনি।’