এবার নিউজিল্যান্ডের কাছে হারল দেশের মেয়ে ক্রিকেটাররা

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুরন্ত এক ফিফটি হাঁকান ফারজানা হক

দুরন্ত এক ফিফটি হাঁকান ফারজানা হক

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচে দুরন্ত এক ফিফটি হাঁকালেন ফারজানা হক। কিন্তু তারপরও দ্বিতীয় ম্যাচেও এলো না জয়।

এবার স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হার মেনেছে নিগার সুলতানার দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিউই মেয়েরা জিতেছে ৪৫ বল হাতে রেখেই। ফলে অভিষেক আসরে জয়টা অধরাই রয়ে গেল দেশের মেয়েদের কাছে। 

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে আসে ২৭ ওভারে। তবে ডানেডিনে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে দুরন্ত ব্যাটিং শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫৯ রান তুলে ফেলে তারা।

৬৩ বলে ১ বাউন্ডারিতে ৫২ রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস খেলেন ওপেনার ফারজানা হক। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের হয়ে এটাই প্রথম অর্ধ-শতক। অন্য ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে আসে ৩৩ রান। ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের পুঁজি গড়ে দেশের মেয়েরা।

বিজ্ঞাপন

কিউইদের হয়ে অ্যামি স্যাটারথওয়েট একাই শিকার করেন তিন উইকেট। একটি করে উইকেট পান ফ্রান্সেস ম্যাককে ও হেইলি জেনসেন। 

জবাবে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে ২০ ওভারেই ১৪৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। সুজি বেটস ৬৮ বলে ৮ বাউন্ডারিতে ৭৯* রানের চমৎকার এক ইনিংস খেলেন। অ্যামেলিয়া কের ৩৭ বলে ৫ বাউন্ডারিতে ৪৭* রান এনে দেন।

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন সালমা খাতুন।