দক্ষিণ আফ্রিকা সফরেই যেতে চান না সাকিব
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতে খেলার আগ্রহ থাকলেও টেস্টে সাকিব আল হাসানের খেলা নিয়ে ছিল সংশয়। এবার পুরো সফর থেকেই সরে দাঁড়াতে চান বিশ্বসেরা এ অলরাউন্ডার। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলার বদলে তারকা এ অলরাউন্ডার চান ছুটি। ফর্মে না থাকায় ক্লান্তি দূর করতেই বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।
রোববার সন্ধ্যায় মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠান শেষে ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সাকিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয়, আমি মানসিক ও শারীরিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব। আমি যদি একটা ব্রেক পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে। কারণ আফগানিস্তান সিরিজে আমার মনে হয়েছে আমি একজন প্যাসেঞ্জার। আমি যেটা হয়ে কখনোই থাকতে চাই না।’
আফগান সিরিজে সাকিবের ব্যাট কথা বলেনি। এ কারণেই ছুটি চান সাকিব। তবে বিসিবি এখনো তার ছুটি মঞ্জুর করেনি। দুইদিন এনিয়ে ভাববেন বোর্ডের ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ নিয়ে সাকিব বলেন, ‘আমি খেলাটা (আফগানিস্তান সিরিজ) একদমই উপভোগ করতে পারিনি, পুরো সিরিজটাই– টি-টোয়েন্টি ও ওয়ানডে। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আমার মনে হয় না, এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে। আমি এ কথা জালাল ইউনুস ভাইয়ের সাথেও আলাপ করেছি। জালাল ভাই বলেছেন, দুই দিন উনিও চিন্তা করবেন। আমাকেও চিন্তা করার সময় দিয়েছেন।’
দলের হয়ে খারাপ খেলা প্রতারণার সামিল। এটা করতে চান না সাকিব, ‘এখন পর্যন্ত আমার যে মন মানসিকতা, শারীরিক অবস্থা, এটা দলের জন্যই ক্ষতি হবে। যেটা আগেও বললাম, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, মানুষের যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ করতে না পারি, তাহলে দলে থাকাটা খুবই দুঃখজনক হবে। এটা আমার টিমমেটদের সঙ্গে চিট করার মতো হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন সাকিব আল হাসান। এমনটাই জানিয়ে রেখেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। পরে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ব্যাপারে চুপ থেকে যান সাকিব। এজন্য প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলা নিয়ে দেখা দেয় ধোঁয়াশা।
কিন্তু তারপরও সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করে বিসিবি। রাখা হয় ওয়ানডে দলেও। কিন্তু সফরেই যেতে চাইছেন না ক্রিকেট মহারতারকা সাকিব।