দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবেন সাকিব: পাপন
আইপিএলে দল পাননি। স্বাভাবিকভাবে ভারতীয় এ টি-টোয়েন্টি আসরে খেলছেন না সাকিব আল হাসান। তাই প্রশ্ন উড়ে বেড়াচ্ছিল গণমাধ্যমে। দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসান টেস্ট খেলবেন কিনা?
সকল শঙ্কা দূর করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আইপিএলে দল না পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন সাকিব।
চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‘আইপিএলে ও যাচ্ছে না তাহলে তো আমি কোনো কারণ দেখছি না দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলার। তাই এই চিন্তাটা মাথা থেকে ফেলে দিন। এরকম কিছু আমার মাথায় নেই। আইপিএলের জন্যই যেতে চাচ্ছিল না। যেহেতু আইপিএল নাই সে খেলবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিব কি সত্যি খেলবেন? উত্তরে পাপনের জানান, ‘হ্যাঁ। ও তো ওডিআই খেলতে যাচ্ছে। টেস্ট খেলবে না! এটা কি বললেন? চলে আসবে? ও খেলবে। আমার ধারণা খেলবে। শোনেন, আজকে খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে বললাম যে, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে এসে তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বললো, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে। আমি এখন পর্যন্ত যা যা জানি ও খেলবে। ও একবারও বলেনি ও খেলবে না।’
প্রোটিয়াদের বিপক্ষে সাকিবের টেস্ট খেলার নিশ্চয়তা দিতে পাপন বলেন, ‘ও খেলবে। মনের মধ্যে কোনো যদি কিন্তু নেই। কোনো কিছু নেই। যেকোনো খেলোয়াড় যে কোনো ফরম্যাট না খেলতে চাইলে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে আগে বলতে হবে। এবং সে বলেছিল, আইপিএলের কারণে। এখন যেহেতু হচ্ছে না তার মানে সে খেলবে এটাই। এটা ছাড়া কোনো অপশন দেখি না।’