টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও শুরুতে ব্যাট হাতে মাঠে নেমেছিল টাইগাররা। এ ম্যাচেও তার ব্যত্যয় ঘটছে না।
এ ম্যাচেও বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে দেশের ছেলেরা। তবে আফগানিস্তানের একাদশে ফের একটি বদল এসেছে। ফরিদ আহমেদের স্থলে দলে জায়গা পেয়েছেন গুলবাদিন নাইব।
দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ ম্যাচ জিতে আফগানদের হোয়াইটওয়াশ করতে চায় স্বাগতিকরা। মূল্যবা দশটি পয়েন্ট সংগ্রহ করে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের শীর্ষ স্থানটা আরও শক্ত করতে চায় তামিম ইকবালের দল।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকী।