প্রয়োজনে ৯ ক্রিকেটার নিয়ে হবে বিশ্বকাপের ম্যাচ
করোনাভাইরাসের সংক্রমণের কারণে বাছাই পর্ব শেষ করা যায়নি। তবে এবার নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বটা ঠিকই শেষ করতে আইসিসি। কিন্তু আয়োজক নিউজিল্যান্ডের করোনা সংক্রমণ পরিস্থিতি চোখ রাঙিয়ে যাচ্ছে। তাই তো টুর্নামেন্টের নিয়মে পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। কোনো টিমে ৯জন ক্রিকেটার সুস্থ থাকলেই মাঠে গড়াবে খেলা।
এ নিয়ে আইসিসি’র হেড অব ইভেন্ট ক্রিস টেটলি বলেন, ‘বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে প্রয়োজনে ৯ ক্রিকেটারকে নিয়ে দলগুলোকে মাঠে নামার অনুমতি দেওয়া হবে।’
তবে ৯ জন নিয়ে খেলতে হলে মানতে হবে আরেক নিয়ম। টিম ম্যানেজমেন্ট লেভেলে কোনো দলে যদি নারী থাকে। সে দলে করোনার হানায় যদি ক্রিকেটার সংকট দেখা দেয়। তাহলে সেখান থেকে দুজন মাঠে নামতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে তারা ব্যাটিং বা বোলিং করার সুযোগ পাবেন না। সফরসঙ্গী হিসেবে তিনজনকে রাখার অনুমতিটা অবশ্য আইসিসি আগেই দিয়ে রেখেছে।
সেটাও যদি সম্ভব না হয়। প্রয়োজনে সূচিই পাল্টে দিবে আইসিসি। ক্রিস টেটলি বলেন, ‘দরকার পড়লে, সুযোগ থাকলে সূচিটাই ঢেলে সাজাবো আমরা। বিভিন্ন সীমাবদ্ধতা আছে আমাদের, তবে দলগুলোকে সর্বোচ্চ নমনীয়তা দেখাতে বলব আমরা।’
আগামী ৪ মার্চ পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের। পরের দিনই বাংলাদেশের মেয়েরা মাঠে নামবে। লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৩ এপ্রিল ফাইনাল দিয়ে শেষ হবে বৈশ্বিক এ ক্রিকেট আসর।