সিডন্সের অভিজ্ঞতায় উপকৃত হবে দেশের ক্রিকেটাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জেমি সিডন্স, রাসেল ডমিঙ্গো ও সাকিব আল হাসান

জেমি সিডন্স, রাসেল ডমিঙ্গো ও সাকিব আল হাসান

করোনা আক্রান্ত হয়ে হোটেলবন্দী হয়ে পড়েছিলেন জেমি সিডন্স। অবশেষে মুক্তি মিলেছে আইসোলেশন থেকে। তাই আর দেরি করেননি। পাড়ি জমিয়েছেন চট্টগ্রামে। টাইগারদের অনুশীলনে যোগ দিয়েছেন সাবেক এ কোচ। প্রথম দিনের অনুশীলনে সাকিব, শান্তদের বুঝিয়ে দিয়েছেন ব্যাটিংয়ের কৌশল। সিডন্সকে পেয়ে দারুণ খুশি তামিম ইকবাল। ওয়ানডে দলের ক্যাপ্টেন জানালেন, সিডন্সের অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটে বড় প্রভাব রাখতে পারে।

সিডন্সকে নিয়ে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সিডন্স বাংলাদেশে অনেক বড় প্রভাব রাখতে পারে। তার যে অভিজ্ঞতা আছে বা তার সাথে কাজ করার যে অভিজ্ঞতা আমাদের আছে, আমরা সিরিজের মধ্যে আছি তাই এই সময়টা ওর জন্য একটু কঠিন। কমবেশি যতটুক পারছে চেষ্টা করছে। তবে আমি নিশ্চিত তরুণরা তার কাছ থেকে অনেক উপকৃত হবে।’ 

বিজ্ঞাপন

তামিম জানান, কোচ পরামর্শ দেবেন। সেটা বুঝে কাজে লাগানোর দায়িত্ব ক্রিকেটারদের, ‘আমি একটা কথা বলি- একটা কোচ ১০টা অপশন দেবে, আপনার বুঝতে হবে কোন ২-৩টি আপনার কাজে লাগবে। সবকিছু শুনলে কাজ নাও হতে পারে। নিজের দায়িত্বে বুঝতে হবে কোনটা কাজে লাগবে, আপনি সিনিয়র জুনিয়র যেই হন।’

সিডন্স বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ব্যাটিং পরামর্শক হিসেবে। গুঞ্জন রটেছে টাইগারদের সাবেক হেড কোচ সিডন্স বর্তমান প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পদ নিতে পারেন। তবে গুঞ্জনটা নাকচ করে তামিম বলেন, ‘রাসেল ও জেমিসহ আমরা একটা দল। রাসেল হেড কোচ হয়ে সেই দলের অংশ। জেমি ব্যাটিং কোচ হয়ে এই দলের অংশ। আমার মনে হয় না এটা আমরা আলাদাভাবে চিন্তা করছি বা দেখার দরকার আছে। যারা এই সেটআপে আছে, তারা মিলেই বাংলাদেশ দল। ম্যানেজমেন্ট বলুন, খেলোয়াড় বলুন, আমরা সবাই এক। এভাবেই আমরা এগোতে চেষ্টা করব। দূরত্ব থাকলে ভালো কিছু হবে না। খেলোয়াড়-স্টাফ আমরা সবাই জানি আমরা একটি দল। ভালো খেলি খারাপ খেলি, একসাথেই থাকব আমরা।’

বিজ্ঞাপন