অভিষেক হচ্ছে কার, ইয়াসির না জয়ের?
ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়িয়েছেন মাহমুদুল হাসান জয়। নজর কেড়েছেন ইয়াসির আলী রাব্বিও। লাল বলের ক্রিকেটের ক্যাপটা মাথায় তুলে নিয়েছেন দুজনেই। তবে ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি তাদের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লাল-সবুজের একাদশে দুজনের মধ্যে একজন জায়গা পাবেন।
আগামীকাল, বুধবার, ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বেলা ১১টায় মাঠে গড়াবে দুদলের লড়াই। জয়-ইয়াসিরের মধ্যে একজনের ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছেন সেটা জানিয়ে রাখলেন তামিম ইকবাল।
সংবাদ সম্মেলনে টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন তামিম বলেন, ‘গত ৬ ওয়ানডেতে একজনই তিন নম্বরে ব্যাট করেছে। নম্বর থ্রি নিয়ে আমি বেশি উদ্বিগ্ন নই। নম্বর ফাইভ নিয়ে একটা দুশ্চিন্তা অবশ্যই ছিল। ইয়াসিরকে নেওয়া হয়েছে, জয়কেও নেওয়া হয়েছে। আমাদের হাতে অপশন আছে। এখানে যথার্থ একজনকে পেলে আমাদের জন্য খুবই ভালো। কখনও দ্রুত রান তুলতে হতে পারে, কখনও দ্রুত উইকেট পড়ে গেলে পুরো ইনিংস ধরে রাখতে হতে পারে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে তাদের আমরা সুযোগ দিচ্ছি।’
পাঁচে ইয়াসির আলী রাব্বির খেলার সম্ভাবনাই বেশি। এ নিয়ে তামিম বলেন, ‘গত কয়েক বছর ধরে ভালো খেলছে, সুযোগ পেলেই কাজে লাগাচ্ছে। দেখা যাক কে ব্যাট করে। এই দুইজন থেকে কেউ খেললে সে পাঁচে থাকবে, এটুকু বলতে পারি।’
তামিমের নজর এড়ায়নি টেস্ট ওপেনিংয়ে খেলা জয়ও, ‘যখন জয় টেস্টে ওপেন করেছিল, আপনারা বলেছিলেন সে তো মিডল অর্ডার, সে ওপেন করছে কেন? এখন টেস্টে ওপেন করেছে, এখানে বলছেন সে মিডল অর্ডার না, ওপেনার। জয়কে আমি যতটুকু দেখেছি, সে ওয়ানডেতে মিডল অর্ডারেই খেলে। ৩-৪ নম্বরেও ব্যাট করেছে। শীর্ষ তিনে ব্যাট করার সামর্থ্যও তার আছে। যদি টিম ম্যানেজমেন্ট বা আমরা মনে।’
জয়ের প্রশংসাও করলেন তামিম, ‘জয় টেস্টে খুব বেশি ওপেন করেনি। স্পিন ও অনেক ভালো খেলে। এই জিনিস মাথায় রেখেই ওকে নিয়েছি। তরুণদের মধ্যে ও অন্যতম যে স্পিন ভালো খেলে।’