বিপিএলের শিরোপায় চোখ ইমরুলের
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে নাম লিখেছে ফরচুন বরিশাল। কিন্তু বিপিএলের ফাইনালে ফের ইমরুল কায়েসের কুমিল্লার সঙ্গেই দেখা হচ্ছে সাকিব আল হাসানের বরিশালের। কেননা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে কুমিল্লা। চূড়ান্ত লড়াইটাও এবার জিততে চান ইমরুল। নিতে চান সেই হারের মধুর প্রতিশোধ। সংবাদ সম্মেলনে জানালেন সেই ইচ্ছের কথা।
এর আগে দুইবার ফাইনালে খেলে দু’বারই শিরোপা হাতে নিয়েছে কুমিল্লা। এই রেকর্ডই ফাইনালের আগে উজ্জীবিত রেখেছে দলের ক্রিকেটারদের। সংবাদ সম্মেলনে সেটা মনে করিয়ে দিলেন ইমরুল।
ইমরুল বলেন, ‘এর আগে কুমিল্লা দুইবার ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি কালকের ম্যাচটাও আমরা একই প্রক্রিয়ায় যাব। প্রথম কোয়ালিফায়ার হেরে আমরা হতাশায় ছিলাম, কি করবো না করবো। কিন্তু কালকে যেভাবে কামব্যাক করেছি আমাদের আত্মবিশ্বাস অনেক ওপরে। রান তাড়া করা বলেন বা প্রথমে ব্যাটিং বলেন সবকিছুতে ইতিবাচক আছি। ইনশাআল্লাহ কালকে ভালো কিছু হবে।’
ইমরুল জানালেন, দুই দলই বেশ শক্তিশালী। যোগ্য দল হিসেবেই ফাইনালের টিকিট কেটেছে। যারা সাহস নিয়ে খেলবে। স্নায়ুচাপ সামাল দিয়ে মাঠের লড়াইয়ে শান্ত থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে। কুমিল্লার ক্যাপ্টেন তেমনটাই মনে করেন, ‘আমি মনে করি, যে দুইটা দল ফাইনাল খেলবে বলে সবাই আশা করেছে, সে দুইটা দলই ফাইনাল খেলছে। এই দুইটা দলই ডিজার্ভ করে ফাইনাল খেলার জন্য। ফাইনাল ম্যাচে যারা ভালো ক্রিকেট খেলবে, আগেও বলেছি যারা সাহস নিয়ে খেলবে, অনেক শান্ত থাকবে তাদেরই সম্ভাবনা বেশি থাকবে জেতার।’
টুর্নামেন্ট জুড়ে ভালো খেললেও দলের ব্যাটিং নিয়ে আক্ষেপ আছে ইমরুলের। ফাইনালে সেই অপূর্ণতা রাখতে চায় না কুমিল্লা। ফাইনালে আক্রমণাত্মক খেলার দৃঢ় প্রত্যয়ের কথাই জানালেন ইমরুল, ‘আমরা এর আগেও বরিশালকে ১৫০ এর নিচে, ১৪৩-৪৪ এ আটকে দিয়েছিলাম, আমরা যে ম্যাচটা জিতেছি সেটায় আমরা ১৮০ করেছে তাদের ১০০ এর নিচে অলআউট করেছি। আমাদের বোলিং দিক থেকে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যাটা হলো, ব্যাটিংটা, রান তাড়া করতে গিয়ে আমরা আমাদের পরিকল্পনার প্রয়োগ করতে পারেনি। তবে অবশ্যই কালকে একটা নতুন দিন, নতুন ম্যাচ হবে। দেখা যাক, আমরা আক্রমণাত্মক থাকব।’