এক ঘণ্টা এগিয়ে এসেছে বিপিএলের ফাইনাল
বিপিএলের ফাইনাল মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি। আগের সূচি বলছে, এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। কিন্তু ফাইনালের সূচিটা টুর্নামেন্টের শেষ দিকে এসে পাল্টে গেছে। এক ঘণ্টা এগিয়ে এসেছে ফাইনালের সূচি।
শুক্রবার ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। আজ বুধবার, ১৬ ফেব্রুয়ারি খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, ‘১৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার জয়ী দল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশালের।’
প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে ধরাশায়ী করে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
টুর্নামেন্টের অন্য ফাইনালিস্টের নাম জানা যাবে আজ। দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচের বিজয়ী দল শুক্রবার বরিশালের বিপক্ষে খেলবে ফাইনাল।