নিউজিল্যান্ডে নারী ক্রিকেটারদের কোয়ারেন্টিন শেষ, অনুশীলন শুরু আজ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নারী ক্রিকেটাররা

নারী ক্রিকেটাররা

নিউজিল্যান্ডে দশ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করেছে বাংলাদেশের মেয়েরা। সঙ্গে নিগার সুলতানা জ্যোতির দল পেয়েছে সুখবর। দলের সবাই উতরে গেছেন করোনা টেস্টে। নেই কোনো দুশ্চিন্তা। কেননা সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।

নিউজিল্যান্ডে আজ মঙ্গলবার থেকে অনুশীলন করতে পারবে বাংলাদেশ নারী দল। অকল্যান্ডে দুই দিনের অনুশীলন হবে জাহানারা-সালমাদের। নেলসনে ৯ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে লাল-সবুজের প্রতিনিধিরা। বিসিবি’র নারী বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ খবরটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে এক ক্রিকেটারসহ দলের যে তিন জন করোনায় পজিটিভ ধরা পড়েছিলেন। তারাও পেয়েছেন নেগেটিভ রিপোর্ট। ফলে আজ তাদের নিউজিল্যান্ডের ফ্লাইট ধরার কথা রয়েছে। নিউজিল্যান্ডে পৌঁছে ওই তিজনকেও ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার লক্ষ্যে বাংলাদেশের নারী ক্রিকেটাররা ৩ ফেব্রুয়ারি রওয়ানা দিয়ে ৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিন শুরু করে। ১০ দিন হোটেলবন্দি থেকে কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন ক্রিকেটাররা। ক্যাম্প শেষে ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশনে যোগ দিবেন দেশের নারী ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের মাঠে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৪ মার্চ। ফাইনাল হবে ৩ এপ্রিল। বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ৫ মার্চ। নিজেদের উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দেশের মেয়েদের বাকি ম্যাচ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত নারী দলের বিপক্ষে ১৪, ১৮ ও ২২ মার্চ। ২৫ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল মোকাবেলা করবে অস্ট্রেলিয়ার মেয়েদের।