রোমাঞ্চকর লড়াই শেষে বিপিএলের ফাইনালে বরিশাল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মঈন আলী

মঈন আলী

লিগ পর্বের সেরা হয়েই কোয়ালিফাইয়ারে নাম লিখিয়েছিল ফরচুন বরিশাল। প্রথম কোয়ালিফাইয়ারে তাদের পারফরম্যান্সটাও হলো সেরাদের মতো। রাজার বেশেই বিপিএলের ফাইনালে পৌঁছে গেল তারা। রোমাঞ্চমাখা ও নাটকীয়তায় ভরা ম্যাচে ক্যাপ্টেন সাকিব আল হাসানের দল ১০ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের লড়াকু পুঁজি গড়ে বরিশাল। জবাবে ৭ উইকেটের বিনিময়ে ১৩৩ রানের বেশি তুলতে পারেনি কুমিল্লা।

বিজ্ঞাপন

কুমিল্লা হেরে গেলেও ফাইনালে উঠার আরও একটি সুযোগ রয়েছে তাদের সামনে। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট ছিনিয়ে নেয়ার লক্ষ্যে মাঠে নামবে কুমিল্লা।

বরিশালের হয়ে আজও ব্যাটিং ঝলক দেখিয়েছেন মুনিম শাহরিয়ার। ৩০ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪৪ রানের চমৎকার এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন দুরন্ত ফর্মে থাকা তরুণ এ ওপেনার। তার সঙ্গে দলীয় স্কোরে ২২ রান যোগ করেন ক্রিস গেইল।

বিজ্ঞাপন

কুমিল্লার হয়ে তিনটি উইকেট শিকার করেন শহিদুল ইসলাম। দুটি উইকেট নেন মঈন আলী।

লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লার ওপেনার লিটন দাস খেলেন ৩৮ রানের ইনিংস। মঈন আলী ২২, ফাফ ডু প্লেসিস ২১ আর মাহমুদুল হাসান জয় এনে দেন ২০ রান।

বরিশালের হয়ে ম্যাচসেরা মেহেদী হাসান রানা নেন দুটি উইকেট। তার সমান দুটি করে উইকেট পান শফিউল ইসলাম ও মুজিব উর রহমান।