ঢাকাকে হতাশ করে বিপিএলের প্লে-অফে খুলনা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আন্দ্রে ফ্লেচার

আন্দ্রে ফ্লেচার

প্রথমে ব্যাট হাতে জাদু দেখালেন ফাফ ডু প্লেসিস। হাঁকালেন দুর্বার এক সেঞ্চুরি। তাতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স গড়ে রানের পাহাড়। পাল্টা জবাবে মারকুটে ব্যাটিং পারফরম্যান্স উপহার দেন আন্দ্রে রাসেল। সুবাদে ৮ বল হাতে রেখে সেই পাহাড় টপকে জয় ছিনিয়ে নিয়েছে খুলনা টাইগার্স।

দুরন্ত ব্যাটিং নৈপুণ্যে কুমিল্লাকে রীতিমতো ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে খুলনা। দুর্দান্ত জয়ের সঙ্গে বিপিএলের শেষ চারেও জায়গা করে নিয়েছে ক্যাপ্টেন মুশফিকুর রহিমের দল। তাতে করে কপাল পুড়ল মিনিস্টার গ্রুপ ঢাকার। খুলনা জেতায় প্লে-অফের স্বপ্ন ভেঙে চুরমার হলো অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

বিজ্ঞাপন

মিরপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ডু প্লেসিসের শতকে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ডু প্লেসিস করেন ১০১ রান। জবাবে ১৮.৪ ওভারে এক উইকেট হারিয়ে আন্দ্রে ফ্লেচারের জাদুকরী তিন অঙ্কে ১৮৩ রানের স্কোর ছুঁয়ে ফেলে খুলনা।

ইমরুল কায়েসের বদলে নেতৃত্বভার কাঁধে নিয়ে মাঠে নামা ডু প্লেসিস চোখ ধাঁধানো ইনিংসটি সাজান ৫৪ বলে ১২ বাউন্ডারি ও ৩ ছক্কায়। ডু প্লেসিসের সঙ্গে ওপেনার মাহমুদুল হাসান জয়ের কল্যাণে আসে ৩১ রান। ২০* রানে অপরাজিত থেকে যান মাহিদুল ইসলাম অঙ্কন।

বিজ্ঞাপন

খুলনার হয়ে একটি করে উইকেট নেন নাভিন-উল-হক, মেহেদী হাসান ও ফরহাদ রেজা।

আন্দ্রে ফ্লেচার করেন প্লেসিসের সমান ১০১* রান। তবে অপরোজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ৬২ বলে ৬ বাউন্ডারি ও ৬ ছক্কায় অসাধারণ ইনিংসটি খেলে ম্যাচসেরা হন ফ্লেচার। মেহেদী হাসান সাজঘরে ফেরেন ৭৪ রানের চমৎকার এক ইনিংস খেলে। মেহেদী ৪৯ বলের ইনিংসে ছিল ৬ বাউন্ডারি ও ৪ ছক্কা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একমাত্র উইকেটি নেন মঈন আলী।