বল টেম্পারিং করেও নিষেধাজ্ঞা এড়ালেন বোপারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বল টেম্পারিং করেন রবি বোপারা

বল টেম্পারিং করেন রবি বোপারা

বিপিএলে মাঠের লড়াইয়ে বল টেম্পারিং করেছিলেন রবি বোপারা। তার এই অপরাধে সিলেট সানরাইজার্সকে পাঁচ রান জরিমানা করা হয়েছে আগেই। এবার শাস্তি পেলেন বোপারা নিজেই।

ম্যাচ ফি'র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে ইংল্যান্ডের এ ক্রিকেটারকে। সঙ্গে বোপারার নামের পাশে যোগ হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। 

বিজ্ঞাপন

আজ বুধবার, ৯ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।

গত ৭ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নেমে ইনিংসের নবম ওভারে বল টেম্পারিং করেন এ ইংলিশ অলরাউন্ডার। 

বিজ্ঞাপন

বল টেম্পারিং কাণ্ড নিয়ে গত ৮ ফেব্রুয়ারি শুনানিতে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল বোপারাকে। তবে আপিল করে জরিমানা দিয়েই নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেলেন এ স্টার ক্রিকেটার। 

আরও একটি ডিমেরিট পয়েন্ট পেলে- সব মিলিয়ে মানে চার ডিমেরিট পয়েন্ট হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বোপারা।